হাতিয়ায় আল-মদিনা ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

নোয়াখালী জেলার বিছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় শনিবার( ৯ নভেম্বর) সকালে হাতিয়ার অন্যতম স্বেচ্ছাসেবী অরাজনৈতিক সংগঠন আল মদিনা ফাউন্ডেশন এর স্বেচ্ছাসেবীদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আতিকুর রহমানের সঞ্চালনায় স্থানীয় এম. সি.এস উচ্চ বিদ্যালয়ে সকাল ১০ টায় শুরু হয়ে বেলা ১২ পর্যন্ত চলে সভার কার্যক্রম। আল মদিনা ফাউন্ডেশন অনেক আগে থেকে সমাজের অসহায় মানুষের সাহায্যে কাজ করে যাচ্ছে, প্রতিষ্ঠানটি ২০২২ সালে সাংগঠনিকভাবে আর্ত প্রকাশ করে।
সংগঠনের প্রতিষ্ঠাতা মরহুমা খাদিজা খাতুন ও আলহাজ্ব মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের দাতা পরিবারের সদস্য জনাব আব্দুল মান্নান রানা, আব্দুল মান্নান রানা বলেন মরহুমা খাদিজা খাতুনের স্বপ্ন ছিল একটা ফাউন্ডেশন হবে যেটা মানুষের সেবায় সমাজের অসহায়ের সেবায় সব সময় নিরলস ভাবে কাজ করে যাবে।
এ সময় তিনি আরো বলেন পূর্বে এই আল মদিনা ফাউন্ডেশন মরহুম খাদিজা ফাউন্ডেশন নামে ছিল পরে সকলের মতামতের ভিত্তিতে একটি ইসলামিক নামে নামকরণ করা হয়। আল মদিনা ফাউন্ডেশনের একটি প্রতিষ্ঠান মদিনা জামে মসজিদ পূর্বে প্রতিষ্ঠিত হয়েছে এটি নুরুল ইসলাম সাহেবের বাড়ির দরজায় প্রতিষ্ঠিত। এ সময় আরো উপস্থিত ছিল আল মদিনা ফাউন্ডেশনের সদস্য জনাব আশিক এলাহি, উনার বক্তব্যে উনি বলেন আল মদিনা ফাউন্ডেশন পুরো হাতিয়া এমনকি পুরা বাংলাদেশ ব্যাপি কাজ করবে।
এ সময় আরো বক্তব্য আল মদিনা ফাউন্ডেশনের উপদেষ্টা সোহাগ উদ্দিন বলেন, আমরা মানুষকে সব সময় সাহায্য সহযোগিতা করে যাব, তিনি আরো বলেন কারো যদি ঘর না থাকে তাহলে আমরা তাকে ঘর না দিয়ে এমন একটা ব্যবস্থা করে দিব যাতে সে নিজের ঘর নিজে দিতে পারে।এ সময় আর বক্তব্য রাখেন তাওহীদুর রহমান,তিনি বলেন আমরা সব সময় মানবতার সেবায় স্বেচ্ছায় কাজ করে যাব এবং আমরা একটি সুন্দর সমাজ উপহার দিব ।
এ সময় আরো বক্তব্য দেন নিঝুম দ্বীপ প্রতিনিধি ইলিয়াস মাহমুদ ও এইচ ইব্রাহিম, তমরুদ্দি প্রতিনিধি সিহান ইসলাম সিহা, ওছখালী প্রতিনিধি আব্দুর রহমান কাউসার,ফাতেমা জান্নাত, ছৈয়দিয়া প্রতিনিধি শাহাদাত হোসেন রাজু, ঈশিত ইসলাম লিমা, পূর্বে এই আল মদিনা ফাউন্ডেশন ক্যান্সার আক্রান্ত রোগীদের চিকিতস্বার্থে আত্মিক সেবা এবং অসহায় মানুষদের পাশে সব সময় ছিলেন এ সময় আরো উপস্থিত ছিলেন, সুবর্না প্রমা, আতিকুর রহমান নিরব,,সিফাত উদ্দিন, এ এইচ সৈকত, রাশেদ উদ্দিন,মেহেদী হাসান প্রমি, জিহাদ, রাকিব উদ্দিন, বাবলু, রাজিব, সোহাগ, সোহেল, মারুফ, তুর্জয়, সজীব, আব্দুল আলিম জিসান, ইব্রাহিম,তানসেন, ইমতিয়াজ, প্রমুখ।