খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা: ‘সম্প্রীতির কোন বিকল্প নেই’

রোববার (১০ নভেম্বর) আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা, পরিষদের ১০তম চেয়ারম্যান হিসেবে। দায়িত্ব গ্রহণকালে তিনি জোর দিয়ে বলেন, “সম্প্রীতির কোন বিকল্প নাই। খাগড়াছড়ি পার্বত্য জেলা হবে সাম্প্রদায়িক ও ধর্মীয় সম্প্রীতির এক অনন্য উদাহরণ। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সকলের সম্মিলিত প্রচেষ্টায় বৈষম্যহীন একটি জেলা নির্মাণে কাজ করবো।”
এসময় নবগঠিত ১৫ সদস্যের অন্তর্বর্তীকালীন পরিষদও দায়িত্ব গ্রহণ করে, যেখানে রয়েছে ২ জন আদিবাসী নারী ও ১ জন বাঙালি মহিলা সদস্যসহ মোট ৩ জন মহিলা সদস্য। জেলা পরিষদ পরিচালনার দায়িত্বে নতুন পরিষদ প্রতিশ্রুতি দিয়েছে, জেলার সার্বিক উন্নয়নে সকলের সুপরামর্শকে গুরুত্ব দেওয়া হবে এবং পরিষদের প্রতি জনসাধারণের আস্থা পুনরুদ্ধারের জন্য নিরলসভাবে কাজ করবে।
চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা আরও বলেন, “জেলার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে সকলের আস্থার পরিবেশ সৃষ্টিতে আমাদের নতুন পরিষদ কাজ করবে। আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সকলের সহযোগিতা প্রয়োজন। জেলার উন্নয়নে আপনারা যে কোনো সময় সুপরামর্শ প্রদান করতে পারেন; পরিষদের দরজা সবসময় খোলা থাকবে। আজ আমার প্রথম দিন, ভবিষ্যতে বিভিন্ন কাজের মাধ্যমে আপনাদের সামনে আসবো।”
উল্লেখ্য, গত ৭ নভেম্বর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে ১৫ সদস্যের এ অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন করা হয়।