২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

খাগড়াছড়ি প্রেসক্লাবের সম্মেলন কক্ষে সোমবার সকালে ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান মহোদয়ের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় অন্তবর্তীকালীন খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য্য এর সভাপতিত্বে রিজিয়নের জেনারেল স্টাফ অফিসার (ইন্টেলিজেন্স) মেজর জাবির সোবহান মিয়াদ, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ্যাড. জসীম উদ্দিন মজুমদারসহ জেলার নেতৃবৃন্দ ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন খাগড়াছড়ি প্রেসক্লাবের সহ-সভাপতি শাহরিয়ার ইউনূস।
সভায় খাগড়াছড়ি জেলার ৮ উপজেলার সাংবাদিকরা রিজিয়ন কমান্ডারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর, মুক্ত আলোচনায় সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং অনিয়ম-দুর্নীতির বিষয়ে আলোচনা করেন।
মতবিনিময় সভায় ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “পাহাড়ে শান্তি, সম্প্রীতি এবং উন্নয়নসহ বৈষম্যহীন পার্বত্য চট্টগ্রাম প্রতিষ্ঠায় সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরার জন্য সাংবাদিকদের আহবান জানাচ্ছি।” তিনি আরো বলেন, “জেলার অবকাঠামো উন্নয়নের পাশাপাশি সাংবাদিকদের বিভিন্ন সমস্যা সমাধানে তিনি যথাসাধ্য চেষ্টা করবেন।”