লালপুরে যুবদল নেতার স্মরণসভায় মানুষের ঢল

নাটোরের লালপুরে ঢাকা আদাবর থানা যুবদলের প্রয়াত নেতা শহীদ আ: রশিদ এর ১ম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) উপজেলার করিমপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে লালপুর উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন উক্ত স্মরণসভার আয়োজন করে।
স্মরণসভায় করিমপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ বিএনপির নেতা, কর্মী ও সমর্থকে কানায় কানায় পূর্ণ হয়ে উঠে। ৩ নং চংধুপইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: জিল্লুর রহমান জুলহাসের সভাপতিত্বে এবং মো: আইয়ুব আলী ও সোহেল রানার সঞ্চালনায় উক্ত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র আহবায়ক ও ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ডা. ইয়াসির আরশাদ রাজন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা আদাবর থানার ৩০ নং ওয়ার্ড যুবদলের আহবায়ক জালাল মাতবর ও ছাত্রনেতা মো: ফিরোজ উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা বিএনপি’র আহবায়ক মো: মোশাররফ হোসেন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা বিএনপি’র সদস্য সচিব মো: হাফিজুর রহমান, গোপালপুর পৌর বিএনপি’র আহবায়ক নজরুল ইসলাম মোলাম, লালপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ.এইচ.এম গোলাম মোস্তফা নান্নু, সিদ্দিক আলী মিষ্টু, আশরাফুল ইসলাম লুলু, শামসুন্নাহার পারুল ও হামিদুর রহমান বাবু, গোপালপুর পৌর বিএনপির সদস্য সচিব জিল্লুর রহমান এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
উল্লেখ্য, মরহুম আব্দুর রশিদ ঢাকা মহানগর উত্তর, আদাবর থানার ৩০নং ওয়ার্ড বিএনপির স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে ২৯ অক্টোবর, ২০২৩ রাজধানীতে বিএনপির শান্তিপূর্ণ হরতালের সমর্থনে মোহাম্মদপুর এলাকায় মিছিলে যোগ দিয়েছিলেন। মিছিল শেষে বাড়ি ফেরার পথে আ’লীগের সশস্ত্র সন্ত্রাসীরা আবদুর রশিদকে তুলে নিয়ে পিটিয়ে একটি ভবনের ছাদ থেকে ফেলে দিয়ে নির্মমভাবে হত্যা করে। শহীদ আব্দুর রশিদ নাটোর জেলার লালপুর উপজেলার চংধুপইল ইউনিয়নের শোভ গ্রামের খলিল সরদারের ছেলে।
স্মরণসভায় বক্তারা বলেন, ঢাকা আদাবর থানার যুবদল নেতা, লালপুরের কৃতি সন্তান আব্দুর রশিদ হত্যার পিছনে লালপুর উপজেলা আওয়ামী লীগের মদদ ছিল। প্রশাসনের উদ্দেশ্য তারা বলেন, ৪ আগষ্ট যারা লালপুরে ছাত্র জনতাকে হত্যা ও মারপিট করার জন্য লালপুর ত্রিমোহনি চত্তরে অস্ত্র নিয়ে বসে ছিল, তাদের দ্রুত গ্রেফতার করতে হবে। দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বিএনপি ও সহযোগী সংগঠনের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নেতারা আগামীর উন্নত দেশ গঠনে বিএনপিকে আরো শক্তিশালী করতে সকলের প্রতি আহবান জানান।