খাগড়াছড়িতে শ্রী শ্রী ত্রিলোকেশ্বর শিব মন্দিরের শুভ উদ্বোধন ও বিশেষ পূজা অনুষ্ঠান

খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ৬ মাইল নতুন পাড়ায় সম্পন্ন হলো সার্বজনীন শ্রী শ্রী ত্রিলোকেশ্বর শিব মন্দিরের শুভ উদ্বোধন। নবনির্মিত মন্দিরের শুভ উদ্বোধন করেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক, গবেষক এবং ত্রিপুরা সনাতনী গীতা সংঘের কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রভাংশু ত্রিপুরা।
শিবের প্রাণ প্রতিষ্ঠা, স্নান, মাল্যদান ও পূজা পরিচালনা করেন খাগড়াপুর শ্রী শ্রী ত্রিপুরেশ্বর শিব মন্দির এবং শ্রী শ্রী ত্রিপুরেশ্বররী কালি মন্দিরের অধ্যক্ষ প্রভাংশু ত্রিপুরা। পাশাপাশি, বিশ্ব শান্তি কামনায় বিশেষ গীতা পাঠের আয়োজন করেন শ্রী শ্রী ত্রিলোকেশ্বর শিব মন্দিরের অধ্যক্ষ শ্রীমৎ ধরীশ্বরানন্দ ব্রহ্মচারী। মন্দির পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় এ ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে সকলের মধ্যে এক শান্তিময় এবং শুভেচ্ছাপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।
এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মন্দির পরিচালনা কমিটির আহ্বায়ক স্বপন কুমার ত্রিপুরা, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক খগেন্দ্র কিশোর ত্রিপুরা। সভায় অতিথিরা পরম্পরাগত এই মন্দিরের প্রতিষ্ঠাকে সাধুবাদ জানিয়ে এটি আরও উন্নয়নের জন্য সরকারি, বেসরকারি এবং দাতা সংস্থার সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সাহায্য প্রদানের আশ্বাস দেন।
আলোচনায় উপস্থিত ছিলেন পেরাছড়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য চায়না ত্রিপুরা, ওয়ার্ড সদস্য নির্মল ত্রিপুরা মন্টু, এবং ত্রিপুরা সনাতনী গীতা সংঘের অর্থ সম্পাদক পিন্টু বিকাশ ত্রিপুরা। তারা প্রত্যন্ত অঞ্চলে মন্দির স্থাপনকে সাধুবাদ জানিয়ে বলেন, ধর্মের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে এই উদ্যোগ সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।