রাজস্থলীতে কারিতাসের উপজেলা ফোরামের এডভোকেসি এন্ড নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) কারিতাসের উদ্যোগে উপজেলা পর্যায়ে এডভোকেসি এন্ড নেটওয়ার্কিং ফোরামের সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ নভেম্বর) সকাল ১০.৩০ টায় কারিতাসের সিপিপি পিএইপি-২ প্রকল্পের আওতায় সংস্থার নিজস্ব অফিসে এই সভার আয়োজন করা হয়।
এসময় উপজেলা ফোরামের সদস্যরা নিজস্ব এলাকার বিভিন্ন সমস্যা এবং এই সমস্যা থেকে উত্তরনের বিভিন্ন উপায় আলোচনা করেন। এরপর এডভকেসি এন্ড নেটওয়ার্কিং ফোরামের আলোচনা সভা শেষে সকল সদস্যবৃন্দ রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্রের নিকট সাক্ষাৎ করেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসারের নিকট নিজ নিজ এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন সদস্যবৃন্দ। নিজ এলাকার সমস্যাসমুহের মধ্যে উপজেলার বিভিন্ন হাটে মালামাল বিক্রয় করতে আসলে কৃষক থেকে অতিরিক্ত হাসিল ও পরিষ্কার বাবদ অতিরিক্ত টাকা নেওয়া হয়, জন্ম-মৃত্যু সনদ অনলাইন করতে হয়রানি, দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা, বাজারে নিন্মমানের মাছ বিক্রয়, বাজার পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, সরকারী টিউবওয়েল/ রিংওয়েল প্রাপ্তি, বিহার নির্মানে সহায়তা প্রাপ্তি, দরিদ্র পরিবারের আর্থিক সহায়তা ইত্যাদি বিষয়ে আলোচনা হয়।
উক্ত অলোচনার প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্র নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করবেন বলে আশ্বাস জানান।
এতে কারিতাসে রাজস্থলী উপজেলা মাঠ কর্মকর্তা মোঃ মামুন শিকদার, মাঠ সহায়ক মোঃ রবিউল ইসলামসহ ফোরামের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।