হাতিয়ার উপকূলীয় এলাকায় পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

‘গাছ লাগাই, জীবন ও পরিবেশ বাঁচাই’ ” স্লোগান সামনে রেখে সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ হিসেবে নোয়াখালী হাতিয়ায় বৃক্ষ রোপন কর্মসূচী পালন করেছে পূবালী ব্যাংক।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে উপজেলা সদরের চরকৈলাশ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এই বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৪-এর উদ্বোধন করা হয়।
এবং হাতিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও উপকূলীয় জায়গায় ৫শত নারিকেল চারা রৌপন করেন।
প্রধান অতিথি হিসাবে বৃক্ষ রোপন কর্মসূচী উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইবনে আল জায়েদ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের ডিপুটি জেনারেল ম্যানেজার মো: মাঈনুল ইসলাম, সিনিয়র প্রিন্সিপাল অফিসার জাহাঙ্গীর আলম, শাখা ব্যবস্থাপক মো: মাজহারুল ইসলাম, সিনিয়র অফিসার নুর নবী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জব্বার, হাতিয়া সুপার মার্কেটের ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক মিজানুর রহমান ও হাজী আব্দুল কুদ্দুস স্টোরের মালিক জাহেদ হাজী সহ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
এসময় পূবালী ব্যাংক হাতিয়া শাখার আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৫শত নারকেল গাছের চারা বিতরণ করা হয়। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ মোতাবেক সারাদেশের উপক’লীয় এলাকায় পূবালী ব্যাংক বৃক্ষরোপনের এই কর্মসূচী পালন করছে। উদ্বোধন শেষে আজ উপজেলা সদরের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ব্যাংকের কর্মকর্তারা নিজেরা চারা রোপন করেন।