আক্কেলপুর পৌর জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভা শাখার ২০২৫-২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে মোঃ জাকারিয়া হোসেনকে আমির, মোঃ রিপন হোসেনকে সেক্রেটারি করা হয়।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যা ০৭ টায় পৌরশহরের পাইলট বালিকা বিদ্যালয়ের সামনে অস্থায়ী কার্যালয়ে আক্কেলপুর পৌরসভা শাখার নব-নির্বাচিত আমির এ কমিটির ঘোষণা দেন।
ঘোষিত কমিটির অন্যান্যদের মধ্যে , বাইতুল মাল সেক্রেটারি আরাফাত হোসেন, প্রচার ও মিডিয়া সেক্রেটারি আশিক আহমেদ, অফিস, প্রকাশনা ও পাঠাগার সেক্রেটারি রাজু হোসেন, পেশাজীবি বিভাগ শরিফুল ইসলাম, আদর্শ শিক্ষক ফেডারেশন রফিকুল ইসলাম, ওলামা বিভাগ মাওলানা আনোয়ার হোসেন, শ্রমিক কল্যান ফেডারেশন আব্দুল হাই সিদ্দিক, উল্লিখিত নয় সদস্য বিশিষ্ট কমিটি কমিটি গঠন করা হয়।
এর আগে, গত ১৬ নভেম্বর রুকনদের প্রত্যক্ষ ভোটে পৌরসভা আমির নির্বাচিত হন মোঃ জাকারিয়া হোসেন। গত ২১ নভেম্বর নব-নির্বাচিত আমির ও সেক্রেটারিকে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ জামায়াতে ইসলামী আক্কেলপুর উপজেলা শাখার আমীর মাওলানা শফিউল হাসান দিপু ।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এস এম রাশেদুল আলম সবুজ,উপজেলা সেক্রেটারি মাওলানা
মোস্তাফিজুর রহমান, উপজেলা বায়তুলমাল সেক্রেটারি হাবিবুর রহমান, উপজেলা অফিস সেক্রেটারি মোস্তাফিজুর রহমান,শ্রমিক কল্যান ফেডারেশন সভাপতি হারুনুর রশিদ সহ বিভিন্ন ওয়ার্ড দায়িত্বশীল বৃন্দ।