নন্দীগ্রামে রাজস্ব খাতের প্রদর্শনীর মাঠ দিবস পালিত।

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক মাঠ দিবস পালিত হয়েছে।
২০২৪-২৫ অর্থবছরে বাস্তবায়িত রাজস্ব খাতের প্রদর্শনীর জন্য উন্নত মানের আমন ধান(ব্রি-ধান ৯০) সম্পর্কে বিস্তারিত আলোচনা ও কৃষকের বিভিন্ন প্রশ্নোত্তর পর্ব চলে।
গত ২৪.১১.২৪ রবিবার বেলা ১১টায় উপজেলার ভাটরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ভাটরা হাটখোলায় প্রায় শতাধিক কৃষকের উপস্থিতিতে আয়োজিত এ মাঠ দিবস পালিত হয়।
দিবস উপলক্ষে কৃষকদের মধ্যে থেকে আঃ সালামকে সভাপতি মনোনিত করে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা গাজিউল হক,বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা অপূর্ব ভট্টাচার্য,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আশিকুর রহমান,ভাটরা ব্লকের দায়িত্বপ্রাপ্ত প্রশিক্ষণ কর্মকর্তা ও উপসহকারী কৃষি কর্মকর্তা নাজমুল হক,উপসহকারি কৃষি কর্মকর্তা সুমাইয়া ইয়াসমিন।
কর্মশালায় ভাটরা ব্লকের শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথি কৃষকদের ব্রি-ধান ৯০ বীজ সংগ্রহ করে সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে জানান।
কৃষকদের বিভিন্ন প্রশ্নোত্তরের মধ্যে কৃষক খয়বর আলী বলেন,”আমরা নির্দিষ্ট কোন দিনের জন্য নয়,সারাবছর আপনাদের পরামর্শ নিতে চাই।আমাদের ফসলের ব্যাধি দূর করতে আপনাদের সর্বাত্মক সাহায্য কামনা করি।
উত্তরে কৃষি কর্মকর্তা গাজিউল হক বলেন,”আমরা কৃষকের পাশে কৃষকের সাথেই থাকি।এটাই আমাদের কর্ম।আমরা চাই আগামীর আধুনিক কৃষিতে সবাই কাধে কাধ মিলিয়ে সম্মিলিত চেষ্টায় এই কৃষিবিপ্লব ঘটাব”।