খাগড়াছড়িতে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদ এবং তার মুক্তির দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে সম্মিলিত সনাতনী জাগরণ জোট খাগড়াছড়ি জেলা শাখা আয়োজিত বিক্ষোভ সমাবেশটি শহরের শাপলা চত্বরে অনুষ্ঠিত হয়। হাজারো সনাতন ধর্মাবলম্বী অংশগ্রহণ করেন এ প্রতিবাদে, যেখানে বক্তারা বলেন, “চিন্ময় কৃষ্ণ দাস আমাদের সমাজের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। তাকে দ্রুত মুক্তি দেওয়া না হলে সনাতন ধর্মাবলম্বীরা কঠোর আন্দোলন গড়ে তুলবে।”
বক্তারা আরও বলেন, “এই দেশ আমাদের মাতৃভূমি। আমাদের পূর্বপুরুষদের জন্ম এখানেই, এবং আমরা এখানেই মৃত্যুবরণ করব। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার আমাদের গর্ব ও সম্মানকে চ্যালেঞ্জ করেছে। আমরা তার মুক্তি দাবি করছি।”
গত ৩১ অক্টোবর চট্টগ্রাম কোতোয়ালি থানায় রাষ্ট্রদ্রোহের অভিযোগে বিএনপি নেতা ফিরোজ খান ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন, যার মধ্যে চিন্ময় কৃষ্ণ দাসও রয়েছেন। তবে মামলার পর বিএনপি নেতা ফিরোজ খানকে দলের শাস্তি হিসেবে বহিষ্কার করা হয়। এই মামলাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সনাতন সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং তারা এ ধরনের মিথ্যা অভিযোগের বিরুদ্ধে প্রতিবাদ জানান।
এ বিক্ষোভ সমাবেশে সনাতনী সমাজের নেতৃবৃন্দ বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবি জানাচ্ছি, কিন্তু যদি আমাদের দাবি না মানা হয়, তাহলে বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নিতে হবে।”