যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মসূচি পরিদর্শন করলেন কাপ্তাই ইউএনও

রাঙ্গামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের নওয়াপাড়া পাড়া কেন্দ্রে (ওয়াগ্গা) বেকার যুবদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সপ্তাহব্যাপী গবাদিপশু পালন প্রশিক্ষণ কর্মসূচি পরিদর্শন করেছেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার এবং প্রশাসক জিসান বিন মাজেদ।
বুধবার (২৭ নভেম্বর) সকাল ১১ টার সময় উক্ত কেন্দ্রে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রম পরিদর্শন করেন। বেকার যুবক ও যুব মহিলাদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সপ্তাহব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয় গত ২৪ নভেম্বর।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে উক্ত প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শনে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক জিসান বিন মাজেদ বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। এসময় তিনি বলেন, যুব উন্নয়ন অধিদপ্তর বেকার যুবাদের জন্য সমগ্র বাংলাদেশে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় কাপ্তাই উপজেলায় যুব উন্নয়ন অধিদপ্তর বিভিন্ন প্রশিক্ষণ আয়োজন করে আসছে। এই প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মী হয়ে নিজেকে স্বাবলম্বী করতে হবে।
নিজের ভাগ্য উন্নয়নে তথা পরিবারের সচ্ছলতার জন্য এই প্রশিক্ষণকে বাস্তবমুখী ভূমিকা পালন করবে। এই প্রশিক্ষণে কাপ্তাই উপজেলার বিভিন্ন এলাকার ৩০ জন বেকার যুব ও যুব মহিলা অংশগ্রহণ করেন। সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জাকির হোসেনের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরঞ্জিত তঞ্চঙ্গ্যা, সিআইপিডি কর্মসূচির সমন্বয়ক নুমেচিং মারমা প্রমুখসহ দায়িত্বশীল ব্যক্তিবর্গ।