নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৬ দিনের প্রচারাভিযান

নীলফামারী জেলার ডোমার উপজেলার সোনারায় ইউনিয়ন পরিষদে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৬ দিনের প্রচারাভিযান উপলক্ষে গত ২৬ নভেম্বর সারাদিনব্যাপী আয়োজনের বর্ণাধ্য র্যালী, র্যালীর পরবর্তী স্বপ্ন কর্মীদের স্বরচিত কবিতা আবৃতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন উক্ত ইউনিয়নের চেয়ারম্যান ও অন্যান্য সদস্য এবং স্বপ্ন কর্মীবৃন্দ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ ও ইউএনডিপি কর্তৃক বাস্তবায়িত স্বপ্ন প্রকল্পের আয়োজনে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৬ দিনের প্রচারাভিযান উপলক্ষে বর্ণাধ্য র্যালী, র্যালীর পরবর্তী স্বপ্ন কর্মীদের স্বরচিত কবিতা আবৃতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বপ্ন কর্মীদের স্বরচিত কবিতা আবৃতি প্রতিযোগীতার আয়োজন করা হয়। স্বপ্ন প্রকল্পের প্রকল্প কর্মকর্তা বিশ্বজিৎ দেবনাথ এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ গোলাম ফিরোজ চৌধুরী, সোনারায় ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা জনাব তারেক রহমান, ইউনিয়নের পারিবারিক বিরোধ নিরসন, নারী ও শিশু কল্যাণ সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি মোছাঃ রাহিমা ইসলাম, ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জনাব মোঃ শহিদুল ইসলাম, স্বপ্ন ২য় প্রকল্পের ইএসডিও স্বপ্ন প্রকল্প সমন্বয়কারী জনাব সামসুল আলম ও স্বপ্ন কর্মীরা।
নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৬ দিনের প্রচারাভিযানে সোনারায় ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ গোলাম ফিরোজ চৌধুরী অঙ্গীকার করেন যে, ইউনিয়ন পরিষদের মাধ্যমে বাল্য বিবাহ রোধ করবেন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ করবেন, শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করবেন, যৌতুক বিহীন সমাজ প্রতিষ্টা করবেন, সাম্যতার ভিত্তিতে সমাজের সকল নাগরিকের সকল সুযোগ সুবিধা প্রদান নিশ্চিত করবেন। প্রশাসনিক কর্মকর্তা জনাব তারেক রহমান জানান যে, তাঁর কর্মরত ইউনিয়নে নারীর প্রতি যে কোন সহিংসতা যেমন বাল্যবিবাহ, ইভটিজিং, নারী নির্যাতন জনিত যে কোন বিষয়ে অবহিত হওয়া মাত্রই তাৎক্ষণিকভাবে সেটি প্রতিহত করার জন্য ইউনিয়ন পরিষদ বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহনে তৎপর থাকবেন। তিনি আরো জানান শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন করার সচেতনা বাড়াতে হবে।
সোনারায় ইউনিয়নের পারিবারিক বিরোধ নিরসন, নারী ও শিশু কল্যাণ সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি মোছাঃ রাহিমা ইসলাম জানান যে তিনি ইউনিয়নের সকল ধরনের নারী ও শিশু নির্যাতন প্রতিহত করবেন। ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জনাব মোঃ শহিদুল ইসলাম জানান, যৌতুক বিহীন সমাজ প্রতিষ্টা করায় সচেষ্ট থাকবেন এবং নারী পুরুষ সকলকে সচেতন থাকতে বলেছেন। প্রকল্পের ইএসডিও স্বপ্ন প্রকল্প সমন্বয়কারী জনাব সামসুল আলম জানান, স্বপ্ন ২য় প্রকল্প থেকে নিশ্চিত করেছেন যে সোনারায় ইউনিয়নের ৩৬ জন স্বপ্ন কর্মী প্রত্যেকে স্বেচ্ছাসেবক হিসেবে সমাজের নারীদের প্রতি সহিংসতা রোধে প্রচারণা চালাবেন এবং অন্যদের সাহায্য করতে সচেষ্ট থাকবেন। সবশেষে আবৃতি প্রতিযোগীতায় বিজয়ী ও অংশগ্রহনকরীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।