“”ইসকন নিষিদ্ধের দাবিতে উত্তাল বান্দরবান,,

বান্দরবানে আলেম-ওলামা ও তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল,
বান্দরবানে আলেম-ওলামা ও তৌহিদী জনতার উদ্যোগে ঐতিহাসিক মিছিল অনুষ্ঠিত হয়, এতে ই•স•ক•ন এর জমিন সংকীর্ণ করে দেওয়া হবে,
আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আলেম-ওলামা ও তৌহিদী জনতা, হেফাজতে ইসলাম।
চট্টগ্রামে আদালতের কাছে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে দেশের বিভিন্ন এলাকা থেকে আগত বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রয়েছে।
শুক্রবার ২৯ শে নভেম্বর অনুষ্ঠিত এসব কর্মসূচি থেকে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘকে (ইসকন) রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করার দাবিও জানানো হয়।
সেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। আয়োজিত কর্মসূচিতে জেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীসহ তৌহিদি জনতা অংশ নেন। কর্মসূচির ব্যানারে ইসকনকে সন্ত্রাসী সংগঠন উল্লেখ করে নিষিদ্ধের দাবি জানানো হয়।
সমাবেশে হেফাজতে ইসলামের বক্তৃতারা বলেন, ‘প্রকাশ্য দিবালোকে আদালত প্রাঙ্গণে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়েছে। ইসলাম হত্যা সমর্থন করে না। যারা হত্যা করেছে, তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।’ হেফাজতে ইসলামের মহাসচিব আরও বলেন, ‘আমরা সব হত্যাকাণ্ডের বিচার চাই। ২০২১ সালে ব্রাহ্মণবাড়িয়ায় ১৫ জনকে হত্যা করা হয়। এই বাংলার মাটিতে প্রকাশ্যে ওই ঘটনার বিচার করতে হবে। হত্যার বিচার হলো ফাঁসি। শহীদ সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের ফাঁসিতে ঝোলাতে হবে।’
বান্দরবান জেলা প্রেসক্লাবের সামনে বান্দরবান তৌহিদী জনতা এবং খেলাফত আন্দোলনের’ ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। এর আগে শহরের বিভিন্ন জামে মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে মানববন্ধনে সভাপতিত্ব করেন খেলাফত ছাত্র আন্দোলন সভাপতি আসিফ ইকবাল ।
সংগঠনের সাধারণ সম্পাদক , সঞ্চালনায় বক্তব্য দেন খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নেতা, জেলা হেফাজত নেতা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ প্রমুখ।
সর্বস্তরের তৌহিদী জনতার’ বিক্ষোভ মিছিল বান্দরবান
‘সর্বস্তরের তৌহিদী জনতার’ ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মসজিদের সামনে থেকে মিছিলটি বান্দরবান প্রেসক্লাব প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এরপর সেখানে সমাবেশের আয়োজন করা হয়।
বান্দরবান কেন্দ্রীয় মসজিদের সভাপতি- আলহাজ্ব মো: আলাউদ্দীন ইমামী, জামে মসজিদের ইমাম ও খতিব – আহমেদ শরীফ, আলহাজ্ব মো: আবুল কালাম আজাদ, খেলাফত মজলিস জেলা শাখার প্রচার সম্পাদক,, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা প্রমুখ বক্তব্য দেন।