লালপুরে অ্যাড: সাইফুল হত্যার প্রতিবাদ ও ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত

নাটোরের লালপুরে স্থানীয় মুসল্লী ও যুব সমাজের উদ্যোগে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ কে হত্যার প্রতিবাদে ও ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে।
শুক্রবার (২৯ নভেম্বর) বাদ জুম্মা লালপুরের বিভিন্ন মসজিদ থেকে শত শত মুসল্লী লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় গেট চত্বরে সমবেত হয়। এরপর তারা বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে লালপুর জিরো পয়েন্টে সমাবেশের করে।
সমাবেশে বক্তব্য রাখেন জিয়াউর রহমান, আবু হানিফ, আব্দুল্লাহ আল বাকী, মিজানুর রহমান ও সাদ্দাম হোসেন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন রাষ্ট্রের প্রচলিত আইনে যেকোনো ব্যক্তির বিচার হতে পারে। বিশ্বের বিভিন্ন দেশে ইসকন একটি নিষিদ্ধ সংগঠন। অথচ তার সদস্যরা বাংলাদেশের প্রচলিত আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিনে দুপুরে আইনজীবীকে নৃশংসভাবে হত্যা করেছে। এই সন্ত্রাসী সংগঠন হাসিনা সরকারকে আবারও ক্ষমতায় বসাতে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বক্তারা বলেন, তাদের সেই ষড়যন্ত্র কখনোই বাস্তবায়ন করতে দেওয়া হবে না। আমরা রাজপথে ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ। তারা অ্যাড: সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের বিচার ও ইসকন নিষিদ্ধের দাবি জানান ।