মাহে রামাদ্বান উপলক্ষে, আদর্শ ফাউন্ডেশন আমতৈল মাঝপাড়ার পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরন

মোঃ আক্তার হোসেন, সিলেট: পবিত্র মাহে রমজান উপলক্ষে সিলেট বিশ্বনাথের আদর্শ ফাউন্ডেশন (মাঝপাড়া) আমতৈল এর পক্ষ থেকে অর্ধশতাধিক মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার পবিত্র (৮ রামাদ্বান) দুপুরে সামাজিক সংগঠন ‘আদর্শ ফাউন্ডেশন’ এর পক্ষে থেকে জামেয়া ইসলামিয়া দারুসসুন্নাহ আমতৈল মাদ্রাসা ও ঈদগাহ মাঠে উপজেলার বৃহত্তর আমতৈল এলাকার অর্ধশতাধিক পরিবারের মাঝে এ ইফতার সামগ্রী তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দরা।
এ বিষয়ে সংগঠনটির পরিচালনা পরিষদের সদস্যরা জানান, এটি একটি অরাজনৈতিক সংগঠন। স্বেচ্ছায় মানুষের সেবার ব্রত নিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে মানবতার কাজে নিজেদের নিয়োজিত রাখতে চাই। অনেক শ্রমজীবী মানুষের জীবিকার তাগিদে সন্ধ্যা হয় রাস্তাতেই। তাদের কথা বিবেচনা করেই আমাদের আজকের ক্ষুদ্র আয়োজন। আমরা চেষ্টা করেছি তাদের পাশে থাকতে।
উক্ত অনুষ্ঠান আদর্শ ফাউন্ডেশন এর সভাপতি ফারুক আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই জামেয়া ইসলামিয়া দারুসসুন্নাহ আমতৈল মাদ্রাসার ছাত্র মোঃ মাহমদুল হক, শুভেচ্ছা বক্তব্য রাখেন মোঃ মাহবুব আলম,
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা মুফতি ফারুক আহমদ, মুহতামিম জামেয়া ইসলামিয়া দারুসসুন্নাহ,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তরুন সমাজ সেবক ও শিক্ষানুরাগী, ফয়ছল আহমদ মামুন, ইলামের গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, মাওলানা জাকারিয়া আহমদ, সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ৷