ভূরুঙ্গামারীতে রোকেয়া পদক পাচ্ছেন যে পাঁচ নারী

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ‘নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পাঁচ নারী কে জয়িতা পুরষ্কারে ভূষিত করেছেন।
সোমবার “৯ ডিসেম্বর রোকেয়া দিবস ২০২৪ এবং আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ” (২৫ নভেম্বর -১০ ডিসেম্বর/২৪) উদযাপন উপলক্ষে জয়িতাদের সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
সোমবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভূরুঙ্গামারীতে এবারের জয়িতারা হলেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী পাইকেরছড়া ইউনিয়নের বেলদহ গ্রামের আল মাহমুদ এর স্ত্রী মাসুদা আক্তার, তিনি টিউশনির জমানো টাকা দিয়ে গরু খামার ও হাঁস-মুরগী পালন করে সাবলম্বী ।
সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের গোপালপুর গ্রামের মনির উদ্দিনের স্ত্রী রওশনারা বেগম, সে স্বামীর অভাব অনটনের সংসারে মধ্যে দিয়ে ছেলে মেয়েদের পড়াশোনা করিয়ে নিজে সেলাই মেশিনে কাজ করে সংসার চালান এবং ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন পরিষদের তিন বারের মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।
শিক্ষা ও চাকুরীতে সাফল্য অর্জনকারী নারী জয়মনির হাট ইউনিয়নের ছোটখাটামারী গ্রামের মৃত আব্দুল ওয়াহেদের মেয়ে সেলিনা খাতুন, সে শিক্ষকতার পাশাপাশি নারী উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রমে নির্যাতিত মহিলাদের ব্র্যাক এনজিওর মাধ্যমে সুবিচার পাইয়ে দিতে সহযোগিতা করেছেন।
সফল জননী নারী ভূরুঙ্গামারী ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের আব্দুল জব্বার এর স্ত্রী আকলিমা বেগম।
নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন জীবন শুরু করেছেন ভূরুঙ্গামারী ইউনিয়নের পশ্চিম ভোটহাট গ্রামের আব্দুল কুদ্দুস এর মেয়ে কানিজ ফাতেমা কেয়া। হাঁস মুরগী গরু ছাগল পালন করে এখন সে স্বাবলম্বী।
এতে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস, কুড়িগ্রাম জেলার দুদকের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রতিবন্ধী কর্মকর্তা আব্দুল আহাদ, ভূরুঙ্গামারী সরকারি কলেজের প্রভাষক ওয়াজেদ আলী সরকার, হাফিজুর রহমান মন্ডল, মহিলা কলেজ এর শহিদুল ইসলাম নয়ন, দশটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জয়ন্তী রানী এবং অন্যান্য কর্মকর্তারা বৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।