আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস অনুষ্ঠিত,

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৪” সফল হোক। এবারের প্রতিপাদ্য
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা:
গড়বে আগামীর শুদ্ধতা”
দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা এই শ্লোগানকে সামনে রেখে বান্দরবানে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে ৯ ই ডিসেম্বর সোমবার বান্দরবান জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন এর আয়োজনে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি বেলুন উড়িয়ে দিবসের শুভ সুচনা করা হয়। পরে এক মানববন্ধন শেষে জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।
বান্দরবান জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অং চ. মং এর সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উম্মে কুলসুম।
দুর্নীতি দমন কমিশন, সমন্বিত কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন, সদর উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবা মীরা, একেএস এর প্রধান নির্বাহী ডনাই প্রু নেলীসহ সরকারী বিভিন্ন দফতরের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভার শুরুতেই সবাই মিলে শপথ করি দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ি শীর্ষক প্রবন্ধ পাঠ করেন বান্দরবান জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অংচ মং।
সভায় বক্তারা বলেন, সুশাসিত বাংলাদেশ গড়তে হলে দেশে আইনের শাসন ও জবাবদিহিতামূলক প্রাতিষ্ঠানিক কার্যক্রম প্রতিষ্ঠার কোনও বিকল্প নাই। সভায় বক্তারা আরো বলেন, রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে বিশেষ করে আইন প্রয়োগকারী সংস্থা, প্রশাসন, বিচার প্রক্রিয়া, নির্বাচন কমিশন ও মানবাধিকার কমিশনের নিরপেক্ষতা, বস্তুনিষ্ঠ, দক্ষতা ও পেশাদারিত্ব নিশ্চিত করতে হবে। গণমাধ্যম ও দেশবাসীর স্বাধীন মত প্রকাশের অধিকার অক্ষুন্ন রাখতে হবে, দেশের প্রতিটি সেক্টরে জবাবদিহিতা থাকতে হবে।
সভা শেষে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষ্যে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে কুইজ প্রতিযোগীয় অংশগ্রহণকারী ১০টি বিদ্যালয়ের ৩০জন অংশগ্রহণকারীর মধ্যে বিজয়ী ৩জনকে পুরস্কার প্রদান করা হয়।
বান্দরবান দুর্নীতি দমন কমিশন আয়োজিত আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৪ উপলক্ষ্যে মানব বন্ধন (বান্দরবান প্রেসক্লাব) আলোচনা সভা > জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ।
শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করে কে এস আই বান্দরবানের শিক্ষার্থী বৃন্দ।