মনপুরায় আইডিয়াল স্কুলের উদ্বোধন

ভোলার মনপুরা উপজেলার প্রানকেন্দ্র হাজীরহাটে আধুনিক ও নৈতিক শিক্ষার সমম্বয়ে আদর্শ মানুষ গড়ার অঙ্গীকার করার লক্ষে মনপুরা আইডিয়াল’ স্কুলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৫ জানুয়ারী) সকাল ১০ টায় উপজেলার হাজীরহাট বাজারে মনপুরা আইডিয়াল স্কুলের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার পাঠান মো :সাইদুজ্জামান ও মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:আহসান কবির।
মনপুরা আইডিয়াল স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম (নোমান) সভাপতিত্বে এক সুধী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, মনপুরা হাজীরহাট হোসাইনিয়া আলিম মাদ্রাসার সুপার মাওলানা মো: মোসলেউদ্দিন , মনপরা উপজেলা জামায়াতে আমির মাওলানা মো:আমিনুল এহসান জসিম , হাজিরহাট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন,মনপুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো:সীমান্ত হেলাল,মনপুরা আইডিয়াল স্কুলের সহকারী পরিচালক মো: আল-আমীন , উপজেলা ছাত্র দলের আহবায়ক মো:ইকরাম কবির ।
এ ছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্কুলের নবাগত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক রাজনৈতিক সামাজিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ অনেকেই।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার পাঠান মো :সাইদুজ্জামান জানান, মানব সভ্যতার প্রথম শিক্ষাই হচ্ছে শিশু শিক্ষা । এই শিক্ষা যথাযথ হলে শিশুর ভবিষ্যৎ বেড়ে ওঠা সুস্থ ও সুন্দর হয়। এছাড়াও প্রত্যেকটি শিশুকে নিজ নিজ ধর্মীয় শিক্ষা প্রদানের গুরুত্ব প্রদানের অনুরোধ করেন।