বিষাক্ত ক্যামিক্যাল দিয়ে ভুট্টা ক্ষেত নষ্ট করার অভিযোগ

লালমনিরহাটে হাতীবান্ধা উপজেলায় জমি নিয়ে দীর্ঘদিনের দন্দে বিষাক্ত ক্যামিক্যাল ব্যাবহার করে প্রায় ১৫ বিঘা জমির ভুট্টা ক্ষেত নষ্ট করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ হানিফ আলী রাজা মেম্বারের বিরুদ্ধে। এতে ১২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার গুলো। অভিযোগ সুত্রে জানা গেছে
গত ৩০ ডিসেম্বর রাতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের নিজ শেখ সুন্দর গ্রামের ৭ নং ওয়ার্ডের আব্দুল হাকিম সহ কয়েকজন ওয়ারিশ বর্গের প্রায় ১৫ বিঘা জমির ভুট্টা ক্ষেতে বিষাক্ত ক্যামিক্যাল স্প্রে করে নষ্ট করা হয়। এবিষয়ে ১২ জন কে আসামী করে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী আব্দুল হাকিম। বিষয়টি নিয়ে সড়জমিনে তদন্ত করেছেন লালমনিরহাট পুলিশ সুপার তরিকুল ইসলাম ও স্থানীয় পুলিশ প্রশাসন
এসময় ভুক্তভোগী পরিবার গুলোর মধ্যে আব্দুল হাকিম সহ কয়েকজন ব্যাক্তি বলেন হানিফ আলী রাজা মেম্বার, খাজা, কাসেম সহ কয়েকজন যোগসাজশে ভুট্টা ক্ষেতে বিষাক্ত ক্যামিক্যাল দিয়ে নষ্ট করেছে। তবে অভিযুক্ত ব্যাক্তি হানিফ আলী রাজা মেম্বার বলেন ভুট্টা ক্ষেত নষ্ট করার ব্যাপারে আমি কিছু জানিনা। আমাকে ফাঁসানোর ষড়যন্ত্র করা হচ্ছে। অভিযোগের বিষয়ে হাতীবান্ধা থানা অফিসার ইনচার্জ মাহমুদুন নবী বলেন অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে