বিক্ষোভের মুখে মোংলায় বিএনপির কমিটি গঠন স্থগিত

বিক্ষোভের মুখে মোংলায় বিএনপির কমিটি গঠন স্থগিত দীর্ঘ ১৭ বছর ক্ষমতার বাইরে থাকা বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে নেতৃত্ব শূন্য হয়ে পড়ে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতন হওয়ায় পুনরায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে দলটি এ লক্ষ্যে গত ২৪ ডিসেম্বর দলের কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী জেলা বিএনপির অন্তর্গত সকল পর্যায়ের উপজেলা ও পৌর কিমিটি গঠনের জন্য মনিটরিং টিম গঠন করা হয়
মোংলা উপজেলায় ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড কমিটি গঠনের জন্য তালিকা তৈরি করে স্থানীয় বিএনপির সাবেক নেতারা সেই তালিকা অনুযায়ী সোমবার ৬ জানুয়ারি নতুন কমিটির নাম ঘোষণা করার কথা ছিল কিন্তু ওই কমিটি গঠন নিয়ে এদিন দুপুরে শহরে বিক্ষোভ করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের তৃনমূল নেতাকর্মীরা মাঠ পর্যায় কমিটির তালিকায় আওয়ামী লীগের লোক অন্তর্ভুক্ত করায় তাদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয় তালিকায় বিএনপির ত্যাগী কর্মীদের নাম না রেখে আওয়ামী লীগের সমর্থক ও সক্রিয় লোকজনের নাম আসায় রাস্তায় বিক্ষোভে ফেটে পরে বিএনপির তৃনমূলের দলীয় নেতা-কর্মীরা
পরে নেতা-কর্মীদের বিক্ষোভের মুখে কমিটি গঠন স্থগিত করে সম্মেলন প্রস্তুত কমিটি ও বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. কামরুল ইসলাম গোরা নেতা-কর্মীদের তোপের মুখে তিনি বলেন পৌর শহরের প্রতিটি ওয়ার্ডে গিয়ে এ কমিটির স্বচ্ছতা যাচাই করে পুনরায় কমিটি ঘোষণা করা হবে
মোংলা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম মিঠু ফকির বলেন আহ্বায়ক কমিটি গঠন করার জন্য সুপার ফাইভ এ যাদের নাম দেখা যায় প্রায়ই আওয়ামী লীগ ঘোষিত আমাদের আগের সদস্যদের লিস্ট জেভাবে ছিল সেই লিস্টে মূল সমন্বয়কদের সই জাল করা হয় তিনি এই ফরমে জাল সইয়ের নিন্দা ও প্রতিবাদ জানান।