‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

তারুণ্যের উৎসব-২০২৪ উপলক্ষে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিব্বির আহমেদ ।
উপজেলা একাডেমিক সুপারভাইজার নিখিল চন্দ্র বর্মণ সঞ্চালনায় উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ময়দান আলী, সিনিয়র মৎস কর্মকতা মোঃ শাহাদাৎ হোসেন
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ কৃষিবিদ মোঃ শাহরিয়ার হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকতা মোঃ জামাল হোসেন , উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ নুর নবী দুলাল, পৌর জামায়াতের সাবেক সেক্রেটারী মোঃ আফজাল হোসেন, প্রেসক্লাব নাগেশ্বরী সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাংবাদিক মোসলেম উদ্দিন,সাংবাদিক জাহিদুল ইসলাম জাহিদ, সাংবাদিক শফিকুল ইসলাম সফি, সাংবাদিক মিন্টু, সাংবাদিক হাফিজুর রহমান হৃদয়, সাংবাদিক লিংখন, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ প্রমুখ।
উক্ত কর্মশালায় উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদ ও ১টি পৌরসভা থেকে ২০টি দল অংশগ্রহণ করেন এবং আগামীর বাংলাদেশ নিয়ে তরুণ শিক্ষার্থীরা তাদের ভাবনা প্রদর্শন করেন। এ সময় বক্তারা বলেন, আজকের তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। মুক্তিযুদ্ধ আন্দোলন সংগ্রামের পাশাপাশি সকল ক্ষেত্রে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। এবং সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সুন্দর দেশ গড়ার প্রত্যায় ঘোষণা করা হয়।