নীলফামারীতে শুকরান মার্কেটে বিসমিল্লাহ টেইলার্সের উদ্বোধন

নীলফামারীর পলাশবাড়ী শুকরান হাইপার মার্কেটে ১৬/১৭ নং দোকানে বিসমিল্লাহ টেইলার্সের উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী ইউনিয়নের জামাতের আমির মো নুর মোহাম্মদ ।
শনিবার (০১ ফেব্রুয়ারী) সকালে উদ্বোধনী অনুষ্ঠানে বিসমিল্লাহ টেইলার্সের স্বত্তাধিকারী হাফেজ মোহাম্মদ বেলাল হোসেন সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেরানীপার জামে মসজিদের খতিব মো ইউনুস আলী আনছারী।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পলাশবাড়ী মাদ্রাসার শিক্ষক হাফেজ আব্দুস সবুর, আল আরাফাত টেইলার্সের স্বত্বাধিকারি হাফেজ মো মশিউর রহমান, মাওলানা ইমানুর রহমান, সাংবাদিক ইব্রাহিম সুজন, পশু চিকিৎসক বেলাল হোসেন, পলাশবাড়ী বাজারের ব্যবসায়িক মনির হোসেন, আবেদীন, কবির হোসেন, ওসমান গনি, আশরাফুল ইসলাম, আহসান হাবিব, দুলাল হোসেন, আলহাজ্ব আব্দুল বাকী মাষ্টার, সাহাদাত হোসেন প্রমুখ।
পরে সকলে মিলে কুরআন তেলায়ত ও দোয়ার মাধ্যমে টেইলার্সের উদ্বোধন করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে নুর মোহাম্মদ বলেন, ব্যবসায়ীরা দেশের সম্পদ, তারা অর্থনিতির চাকা সচল রেখেছেন। সৎ ও নিষ্ঠার সাথে ব্যবসা পরিচালনা করলে সহজে লাভমান হওয়া সম্ভব। একজন ব্যবসায়ী ক্রেতাদের সাথে সুন্দর আচরণের মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম অর্জনের পাশাপাশি গ্রাহক বৃদ্ধি করতে পারবেন।
তিনি আরও বলেন, প্রতিযোগিতামূলক মনোভব একজন ব্যবসায়ীকে সামনে থেকে ব্যবসা পরিচালনা করতে সাহায্য করে।
সততা ও নৈতিক মানসিকতা ব্যবসা কার্যক্রম পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ। একজন সফল ব্যবসায়ী নেতা দক্ষ সমন্বয়কের ভূমিকা পালন করেন। তিনি বিসমিল্লাহ টেইলার্সের স্বত্তাধিকারীকে ধন্যবাদ ও প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।