নন্দীগ্রামে বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১দফা উপস্থাপনে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ

বগুড়ার নন্দীগ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফার লিফলেট জনগণের কাছে পৌঁছে দিচ্ছেন নন্দীগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দল। উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের তৃণমূল নেতাকর্মীরা যৌথভাবে প্রচারণা করছেন।
গতকাল মঙ্গলবার বিকেলে সদরের বাসস্ট্যান্ড থেকে নন্দীগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক রঙ্গিনের নেতৃত্বে নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, মহিলা দলের সভাপতি রেশমা আরা সাথী, মহিলা সম্পাদিকা পাপিয়া সুলতানা কে সঙ্গে নিয়ে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়। পৌর শহরসহ উপজেলার প্রত্যন্ত এলাকার বাজারের দোকানি, পথচারী ও যানবাহনের যাত্রীদেরকে তারেক রহমানের ৩১ দফার বার্তা পৌঁছে দেয় নেতাকর্মীরা।
সে সময় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু, যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মুসা, যুগ্ম আহ্বায়ক কুরবান আলী, সদস্য শিপন তালুকদার, আব্দুল গফুর, আল ইমরান, ফারুক, মান্নান, এমদাদ। স্বেচ্ছাসেবক নেতা আতিক, আতিকুল, মানিক, ইমন, রবিউল, হাফিজুর, জাহিদ। পৌর সদস্য সচিব সিয়ামুল হক রাব্বি, যুগ্ম আহ্বায়ক জয়ন্ত কুমার, যুগ্ম আহ্বায়ক রাকিবু হাসান, সোহেল রানা প্রমূখ।