মধুপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান সাদা পায়রা ও বেলুন উড়িয়ে স্বাধীনতা ও জাতীয় দিবসের ডিসপ্লের উদ্বোধন

লিয়াকত হোসেন জনী,মধুপুর, টাঙ্গাইল প্রতিনিধি:
মধুপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সাদা পায়রা ও বেলুন উড়িয়ে স্বাধীনতা দিবসের ডিসপ্লের উদ্বোধন করা হয়। এর পূর্বে সকালে স্মৃতি সৌধে ফুল দিয়ে ১৯৭১ সালে শহীদের স্মরণ ও দোয়ার আয়োজন করা হয়েছে।
২৬ মার্চ মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে রানী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক কৃষিমন্ত্রী ও কৃষি বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ড.আব্দুর রাজ্জাক এমপি । সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ছরোয়ার আলম খান আবু, উপজেলা আ’লীগের সভাপতি শফি উদ্দিন মনি, সিনিয়র সহ সভাপতি এডভোকেট ইয়াকুব আলী, পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান , সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারহানা আফরোজ জেমী, অফিসার্স ইনচার্জ মোল্লা আজিজুর রহমান , বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবার বর্গ , শিক্ষক, সাংবাদিক ,রাজনৈতিক ব্যক্তিবর্গ, পুলিশ , ফায়ার সার্ভিসের ও আনসার ভিডিপি সদস্য , শিক্ষার্থী ও সুধীজন ।
স্বাধীনতা ও জাতীয় দিবসের এ অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।এ সময় বিভিন্ন স্কুল, কলেজ ও সরকারি ও আধা সরকারি বাহিনীর সদস্যদের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
এছাড়া বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিষয়ক নানা ডিসপ্লে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় প্রধান অতিথি ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন। অনুষ্কুঠান কুচকাওয়াজ ও ডিসপ্লেতে অংশগ্রহনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।