নাগরপুরে মহান স্বাধীনতা দিবস ২০২৪ পালিত

সিপন রানা, নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:
মুক্তিযুদ্ধের চারণ ভূমি টাঙ্গাইল। ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির উর্বর ভূমিও টাঙ্গাইল। সমৃদ্ধ এ জেলার রয়েছে দিগন্ত জোড়া সৌন্দর্য। প্রকৃতির রঙ আর ভোরের আলো ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে গৌরবময় ইতিহাসের আলো ছড়ায় এ জেলা। এই আলোতে রয়েছে বায়ান্নর ভাষা আন্দোলন থেকে একাত্তরের মহান মুক্তিযুদ্ধ আর সংগ্রাম ইতিহাসের কথা। মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় ইতিহাসের জন্ম দিয়েছিল স্বাধীনতাকামী টাঙ্গাইলের মানুষরা। সেই সাহসী অগ্রজদের অনেকেই হয়তো বেঁচে নেই। তাই ২৬শে মার্চ আসলেই মনে পড়ে তাদের কথা।তারি ধারাবাহিকতা নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ২০২৪ পালিত হয়েছে।মঙ্গলবার(২৬ই মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এ দিন প্রত্যুষে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন স্মারক ৭১ এ পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে উপজেলা চত্বরে পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, আনসার ব্যাটেলিয়ন ও স্কাউট সদস্যরা মার্চ পাস্টে অংশ নেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার রেজা মোঃগোলাম মাসুম প্রধান এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুস ছামাদ দুলাল,
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃআব্দুল মালেক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির,মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, মেসবাহুল হক ডিজিএম নাগরপুর পল্লী বিদ্যুৎ অফিসার, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এইস এম জসিম উদ্দিন , সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা সুজায়েত হোসেন, বীরমুক্তিযোদ্ধা গোলাম সরোয়ার ছানা,বীর মুক্তিযোদ্ধা মোকাদ্দেছ আলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আনিছুর রহমান প্রমুখ।