কুড়িগ্রাম জেলার সদ্য কারামুক্ত বিএনপির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও দোয়া ইফতার মাহফিল

দীর্ঘ দিন পরে হলেও অবশেষে ২৫শে মার্চ রবিবার কুড়িগ্রাম সদর উপজেলা বিএনপি আয়োজিত সদ্য কারামুক্ত কুড়িগ্রাম জেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছাসহ ইফতার মাহফিল -দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি ইসলামী ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এগুতে থাকে। বিকেল পৌনে ৩টারদিকে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানের আয়োজকবৃন্দ সুষ্ঠু ও গ্রহণযোগ্য পদ্ধতিতে ধীর স্থির গতিতে অনুষ্ঠানের কার্যক্রম পরিচালনা করে থাকেন ।
সভাপতির দায়িত্বে ছিলেন মোঃ জহুরুল আলম ,আহবায়ক কুড়িগ্রাম সদর উপজেলা।সমগ্ৰিক সঞ্চালনায় ছিলেন মোঃ মাজেদুল ইসলাম তারা , সদস্য সচিব, কুড়িগ্রাম সদর উপজেলা বিএনপি। অনুষ্ঠানের এক পর্যায়ে ৪টা ২০মিঃ দিকে সদ্য কারামুক্ত বিএনপির নির্যাতিত বিভিন্ন স্তরের নেতৃবৃন্দকে ফুলের মালা গলায় পরিয়ে দেন বিএনপির কুড়িগ্রাম জেলা সাধারণ সম্পাদক মোঃ সাইফুর রহমান রানা এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জেলা সিনিয়র নেতা গোলাম মোস্তফা (মোস্তা), মোঃ আবু বক্কর সিদ্দিক, মোঃ হাসিবুর রহমান হাসিবসহ কুড়িগ্রাম জেলা বিএনপির বিভিন্ন স্তরের সম্মানিত নেতৃবৃন্দ।
মাল্য পড়ার স্থির গতির ফাঁকে ফাঁকে বিএনপির বর্তমান ও ভবিষ্যৎ কর্ম পন্থা নিয়ে স্বচ্ছ ও সঠিক দিক নির্দেশনা তুলে ধরেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইফুর রহমান রানাসহ আরো অনেকে। ক্ষুদ্র পরিসরে বক্তব্য রাখেন মোঃ মাজেদুল ইসলাম তারা।সকল বক্তাগন বিএনপির নেতৃবৃন্দকে ধর্য্য ধারন,সাহস,কৌশল অবলম্বন করার পাশাপাশি বিএনপির চেইন অব কমান্ড সম্পর্কে সচেতন থাকার গভীর ভাবে আহবান জানান।
২৫শে মার্চ সোমবার কুড়িগ্রাম ডায়াবেটিস হাসপাতাল মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।