জলঢাকায় আসক এর ইফতার মাহফিল

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ” আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের উদ্দ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন নীলফামারী জেলা শাখার সার্বিক আয়োজনে আজকে ২৬শে মার্চ মঙ্গলবার বিকালে এ উপলক্ষে জলঢাকা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় হলরুমে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন নীলফামারী জেলা শাখার সভাপতি তারুণ্যের প্রতীক সেলিম রেজা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিয়াম এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী ও নীলফামারী প্রেসক্লাবের, নবনির্বাচিত সভাপতি মঞ্জুরুল আলম সিয়াম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মুক্তারুল আলম অফিসার ইনচার্জ জলঢাকা থানা, ও আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ট্রাক ট্যাংকলড়ী শ্রমিক ইউনিয়ন জলঢাকা উপজেলা শাখার সাধারণ সম্পাদক বিশিষ্ট ঠিকাদার শাহিনুর রহমান। পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান, রংপুরের বহুমাতৃক কবি আজহারুল ইসলাম, নাসিব সাদিক হোসেন নোভা,
জলঢাকা থানার এসআই মতিয়ার রহমান, জলঢাকা প্রেসক্লাবের সদস্য সচিব শরিফুল ইসলাম প্রিন্স,সাংবাদিক আবেদ আলী
ও জাহিনুর ইসলাম জীবন,
প্রমুখ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি ব্যাংক জলঢাকা শাখা কর্মকর্তা জনাব অহিদুল ইসলাম, বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন নীলফামারী জেলা কমিটির উপদেষ্টা শাহান কবীর শাহানুর এবং আইন সহায়তা কেন্দ্র (আসক) রংপুর বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বাবু প্রমুখ। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন নীলফামারীর জেলা শাখার সভাপতি তারুণ্যের প্রতীক সেলিম রেজা সভাপতির বক্তব্যে বলেন, আমাদের এই উপজেলার মানুষ বিভিন্ন ভাবে প্রতারিত, লাঞ্ছিত এবং প্রতিহিংসা পরায়নে বিভিন্ন মামলা মোকদ্দমাসহ হয়রানির স্বীকার হচ্ছে। সাধারন মানুষের দোড়গোড়ায় পৌছে এ সকল সমস্যা সমাধানের চেষ্টা আইন সহায়তা কেন্দ্র ‘ আসক ‘ ফাউন্ডেশনকেই করতে হবে। উক্ত আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন কর্তৃক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক আল-আমিন ইসলাম, ও মোহাম্মদ মনিরুজ্জামান মিলন পাটোয়ারী।