তারুণ্যের আলো সামাজিক সংগঠন ও বেতার শ্রোতা ক্লাবের আয়োজনে হামদ- নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত

রিয়াজুল হক সাগর,রংপুর:
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে তারুণ্যের আলো সামাজিক সংগঠন ও বেতার শ্রোতা ক্লাবের উদ্যোগে হামদ-নাত ক্বিরাত প্রতিযোগিতা ২০২৪
পুরুস্কার বিতারনী অনুষ্ঠানে -প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-জনাব মোঃ আলতাব হোসেন প্যানেল চেয়ারম্যান জেলা পরিষদ রংপুর। প্রধান পৃষ্ঠপোষক- আলী আজম লিটন
চিকিৎসা প্রযুক্তিবিদ প্যাথলজি বিভাগ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। সঞ্চালনা করছেন- মোঃশাহাবুল ইসলাম শাওন
সভাপতি তারুণ্যের আলো সামাজিক সংগঠন ও বেতার শ্রোতা ক্লাব। সভাপতিত্ব করছেন- হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল কাদের সিদ্দিকী
প্রধান শিক্ষক মদিনাতুল উলুম নুরানি হাফেজিয়া মাদ্রাসা।
বিশেষ অতিথি – জনাব মোঃমাহমুদুল হাসান পিন্টু উপস্থাপক বাংলাদেশ বেতার রংপুর ও ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা পরিষদ কাউনিয়া। জনাব মোঃ রশিদুল আলম
শ্রেষ্ঠ শ্রোতা বাংলাদেশ বেতার রংপুর ও
প্রধান শিক্ষক সরল খাঁ উচ্চ বিদ্যালয় আদিতমারী লালমনিরহাট। জনাব -মোঃ রনজু আলম সহকারী শিক্ষক মজিয়া সোবহান ইসলামিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়।সহকারী অধ্যাপক জনাব মো: কামরুজ্জামান পরিকল্পনা বিষয়ক সম্পাদক রংপুর সাহিত্য একাডেমি রংপুর
জনাব মোঃ মাসুম মোরশেদ
শিক্ষক,সংগঠক ও সাহিত্যকর্মী।
জনাব শাহ মো: আবু ছালেক আহব্বায়ক কমিটির সভাপতি- জাতীয় পার্টি ২ নং হারাগাছ ইউনিয়ন শাখা
জনাব মোঃনাসির মন্ডল সদস্য সচিব জাতীয়পার্টি হারাগাছ ইউনিয়ন শাখা।