রোজাদারের হাতে শরিফ খানের ইফতার

এম.মুনসুরুল ইসলাম মাসুম, শ্রীপুর (গাজীপুর)
গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা বাজারে প্রতিদিন রোজাদার ও অসহায় মানুষের হাতে তুলে দেয়া হচ্ছে ইফতার। এ কার্যক্রম চলছে প্রথম রোজা থেকে। এবং চলবে শেষ রোজা পর্যন্ত। এ আয়োজন করেছেন বিশিষ্ট সমাজ সেবক ও গোসিংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এস.এম শরিফ খান। তিনি গোসিংগা ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি। বিশিষ্ট সমাজ সেবক শরিফ খানের এ আয়োজন নিয়ে খুশি অনেক রোজাদার ব্যক্তিরা। গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী অধ্যাপিকা রুমানা আলী’র পক্ষ থেকে প্রতিদিন এ ইফতার বিতরণ করা হচ্ছে। বিতরণে অংশগ্রহণ করেন গোসিংগা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি কে.এম শাহরিয়ার শাকিল,উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মেহেদী হাসান মিলন, গোসিংগা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মোঃ ইলিয়াস শেখ, গোসিংগা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ডেভিড শাকিল,মুনসুর আহমেদ নিলয়, ব্যবসায়ী রাকিব হোসাইন সরকার,মো.তারেক ফকির। এ সময় একজন রোজাদার বলেন, আমি এখান থেকে প্রায় সময় ইফতার নিয়ে থাকি ।
ইফতারের কিছু সময় বাকি আছে, বাসায় যেতে চাইলে পথে আজান দিয়ে দেবে। এ কারণে এখন থেকে ইফতার নেওয়া। শরিফ খান মানুষের ইফতার করার আয়োজন নিঃসন্দেহে প্রশংসনীয়। শরিফ খানের উদ্যোগে ইফতার বিতরণ করা হচ্ছে। প্রতিদিন গোসিংগা বাজারে রোজাদারকে ইফতার দেওয়া হচ্ছে। ইফতার পেয়ে খুশি পথচারীরাও। মানুষ ইফতারকে ইবাদতের অংশ হিসেবে গ্রহণ করেন। গরিব মানুষরাও ইফতার করা পছন্দ করেন। অনেক সময় দূর দূরান্ত থেকে মানুষ এখানে ইফতার নিতে আসেন। শরিফ খানের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকে। বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে গোসিংগা বাজারে গিয়ে দেখা যায় দুই শতাধিক পথচারী, নিম্ন আয়ের মানুষ,অটোরিকশা চালকের মাঝে এ ইফতার বিতরণ করা হচ্ছে। এ ইফতার পেয়ে খুশি সেখানকার লোকজন। তারা শরিফ খানের এমন উদ্যোগকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এ ইউনিয়নে অনেক ধনী মানুষ আছে। অনেকের টাকা আছে কিন্তু সবাই দ্বীনের কাজে টাকা ব্যবহার করেন না। স্থানীয়রা বলেন, বিশিষ্ট সমাজ সেবক শরিফ খান প্রতিদিন মানুষের ইফতারের ব্যবস্থা করছে। আল্লাহ তাদের মহতী কাজের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান