ভাঙ্গায় ২জন মাদক ব্যবসায়ী আটক

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা চান্দা ইউনিয়ন মালিগ্রামে গভীর রাতে অভিযান চালিয়ে সাদা পলিথিন মোড়ানো মধ্যে ( ১৪০পিস) সহ ইয়াবা ট্যাবলেট বিক্রয় করার সময় দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করে ভাঙ্গা থানার পুলিশ।
দিবাগত রাতে ৩০ মার্চ শনিবার রাত ১টার দিকে দুইজন মাদক ব্যবসায়ীরা মালিগ্রামে কাজী নুর ইসলাম এর বসতবাড়ির সামনে ইয়াবা বিক্রয় করার জন্য মাদক ব্যবসায়ীরা অবস্থান নেয়।
এমন একটি গোপন সংবাদ ভিত্তিতে ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মামুনুর আল রশীদ এর নেতৃত্বে অভিযান চালায় পরিদর্শক এসআই( নিঃ) মোঃ হায়দার আলী থানা অফিসার ফোর্স সঙ্গে নিয়ে গভীর রাতে এ অভিযান পরিচালনা করেন।ঘটনাস্থল থেকে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে পলিথিন মোড়ানো অবস্থায় (১৪০পিস) ইয়াবার ট্যাবলেট ও বিশ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন সহ জব্দ করে।
আটককৃতরা হলেন,চান্দা ইউনিয়নের মালিগ্রাম কলাতলা গ্রামের নুরু ইসলাম এর ছেলে জাকির কাজী( নুরআলম)(৪০)ও কাউলিবেড়া ইউনিয়নে মুদ্রার গ্রামের জয়নাল মাতুব্বর এর ছেলে ইব্রাহিম মাতুব্বর (৩৫)ব্যবসায়ীরা ইয়াবা ট্যাবলেট বিক্রয় করার সময় তাদেরকে আটক করা হয়।
ভাঙ্গা থানার এসআই নিঃ হায়দার আলী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে অভিযান পরিচালনা করে দুই মাদক ব্যবসায়ীর কাছ থেকে ১২০ (একশত বিশ) পিস ইয়াবা ট্যাবলেট ও বিশ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন সহ জব্দ করা হয়ে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদেরকে মাদক মামলা দিয়ে ফরিদপুর জেল হাজতে প্রেরন হয়েছে।