বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হাটহাজারী উপজেলা শাখার ৪০ বছর পূর্তি উৎসব

মিলন বৈদ্য শুভ, চট্টগ্রাম :
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হাটহাজারী শাখার ৪০ বছর পূর্তি উপলক্ষে উৎসব আয়োজন দ্যা কিং অব হাটহাজারী কমিউনিটি প্রাঙ্গণে হাটহাজারী পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু অলক মহাজনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান মাধ্যম দিয়ে।।সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক সুজন তালুকদার। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদ এর যুগ্ম সাধারণ সম্পাদক বাবু শ্যামল কুমার পালিত। সংবর্ধিত অতিথি ছিলেন হাটহাজারী পৌরসভার নবনিযুক্ত পৌর প্রশাসক জনাব আলহাজ্ব মনজুরুল আলম চৌধুরী, আলোকিত অতিথি চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদ এর সভাপতি এডভোকেট নিতাই প্রসাদ ঘোষ,মহান অতিথি ছিলেন Rab-7 হাটহাজারী ক্যাম্প এর সিনিয়র এএসপি জনাব তাপস কর্মকার, মূখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদ এর সাধারণ সম্পাদক বাবু সুগ্রীপ মজুমদার দোলন,অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক মহিউদ্দিন সুমন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদ এর সহ-সভাপতি বাবু বিপুল কান্তি দত্ত,হাটহাজারী উপজেলার সাবেক সভাপতি বাবু দূর্গাপদ নাথ,প্রধান আলোচক ছিলেন সাবেক সভাপতি লায়ন অশোক কুমার নাথ, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সাবেক সহ-সভাপতি মাস্টার সুনীতি বিকাশ আচার্য্য। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন হাটহাজারী পূজা পরিষদের সাধারণ সম্পাদক সুজন তালুকদার। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন পূজা উদযাপন পরিষদ এর সহ-সভাপতি মাস্টার বিজয় কুমার দত্ত ও বিপ্লব চন্দ্র মুহুরী, ৪ দশক পূর্তি অনুষ্ঠানের আহবায়ক সুভাষ নাথ ও সদস্য সচিব লিটন নাথ, পূজা পরিষদের অর্থ সম্পাদক ডাঃ রাসেল নন্দী। সংগীত ও নৃত্যানুষ্ঠান পরিচালনা করেন ব্যাংকার পলাশ দে এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্ম সম্পাদক বাবু কৃষ্ণ বণিক। বক্তব্য রাখেন অনুপম বড়ুয়া, দীপক মজুমদার, হারাধন চৌধুরী, মাস্টার পীযুষ নাথ, লিটন ঘোষ, রনজিত নাথ, রুপেশ শীল,নির্মল নাথ,শিবু রামকৃষ্ণ দে জিটু, সন্জীব নাথ, সুব্রত সেন টিংকু, কৃষ্ণপদ চৌধুরী, টিটু শীল, মাষ্টার অরুণ দে,উজ্জ্বল দে,সাগর শীল,রনি দাশ রকেট,সৃজন দাশ,দেবব্রত দাশ দেবু,তপন গোস্বামী, মিন্টু আচার্য্য,উত্তম বিশ্বাস,এডভোকেট সুজন চৌধুরী, এডভোকেট বিপ্লব নাথ,কানু দাশ,ছোটন মুহুরী,অপু নন্দী,রামকৃষ্ণ চৌধুরী প্রমূখ।