অপরাধ দমনে টেকনাফ ও উখিয়ায় কমিউনিটি পুলিশং সভা অনুষ্ঠিত

জামাল উদ্দীন -কক্সবাজার জেলা প্রতিনিধিঃ
রোহিঙ্গাদের কাছে ঘর ভাড়া দিলে বাড়ির মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কক্সবাজার জেলা পুলিশ সুপার মাহফুজুল ইসলাম।
বুধবার দুপুরে হ্নীলা ইউপির রংগীখালী ফাজিল মাদ্রাসার মাঠে কক্সবাজার জেলা পুলিশ ও টেকনাফ কমিউনিটি পুলিশিং ফোরামের যৌথ উদ্যোগে অপরাধ প্রতিরোধ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাম্প্রতিক সময়ে রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে রোহিঙ্গারা দেশের বিভিন্ন স্থানে বাসা ভাড়া নিয়ে থেকে বড় বড় অপরাধ সংগঠিত করছে বলে সভায় অভিযোগ করা হয়। এর জবাবে এসপি বলেন, কোনো রোহিঙ্গা যদি কাঁটাতারের বাইরে এসে বাসা ভাড়া নিতে চাই, তাহলে তাদের নির্দিষ্ট ফরম পূরণ করে রাখবেন, না হয় পাশে আপনার থানায় খবর দেবেন। যদি কোনো কারণে তারা অপরাধ সংগঠিত করে যাতে দ্রুত তাদের পরিচয় শনাক্ত করতে পারে পুলিশ। যদি তা না হয় যে মালিক ভাড়া দিয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
টেকনাফ উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি মোহাম্মদ আলম বাহাদুরের সভাপতিত্বে ও টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) রফিকুল ইসলাম, উখিয়া থানার ওসি শামীম হোসেন, টেকনাফ মডেল থানার ওসি মো. ওসমান গণী,অপহরণ, মাদক ও মানব পাচার বন্ধে প্রতিরোধ সভায় উপস্থিত থেকে মতামত প্রদান করেন- হ্নীলা ইউনিয়নের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী, হোয়াইক্যং ইউপির চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী, বাহারছড়ার চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন, উখিয়া পালংখালী ইউপির গফুর উদ্দীনসহ অনেকে।
এ সময় অপহরণকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে পুলিশ সুপার মাহফুজুল ইসলাম বলেন, অপহরণ বন্ধ করে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। আমরা আপনাদের সহযোগিতা করব। যদি তা না করেন টিকটিকর মতো রং বদলালেও ছাড় পাবেন না। এলাকার নিরীহ মানুষকে অপহরণ করে কষ্ট দেবেন। এটা হতে দেওয়া হবে না। এলাকার শক্তিশালী অপহরণ চক্র সম্পর্কে পুলিশ সব জেনে গেছে।