বারহাট্টায় জনতার ডাকে চেয়ারম্যান মাইনুল হক কাসেম গণসংযোগ

ওমর ফারুক আহম্মদ (নেত্রকোণা প্রতিনিধি) :নেত্রকোণার বারহাট্টায় আসন্ন উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলার পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জননেতা আলহাজ্ব মাইনুল হক কাসেমের গণ সংযোগ। বৃহস্পতিবার দুপুরে বারহাট্টা ক্লাব থেকে বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগসহ ভোটারদের সঙ্গে মতবিনিময় ও দোয়া ইফতার পাটি আয়োজন করেন। এ সময় তার সঙ্গে দলীয় নেতা-কর্মীসহ তার বিভিন্ন সমর্থক উপস্থিত ছিলেন। চেয়ারম্যান আলহাজ্ব মাইনুল হক কাসেম বলেন, আমি বর্তমানে চেয়ারম্যানের দায়িত্ব পালন করে যাচ্ছি। চেয়ারম্যানের দায়িত্ব পালন করাকালীন সময়ে উপজেলার মানুষের সঙ্গে সুখে-দুঃখে ছিলাম, বর্তমানে আছি, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে যদি আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেন আমি আবারও আমার শ্রম, ঘাম ও মেধা দিয়ে আমি আমার উপজেলাবাসীর জন্য সক্রিয় ভাবে কাজ করে যাবো।এছাড়াও সকলের স্বাস্থ্য সেবা নিশ্চিত, খাদ্য, বস্ত্র ও বাসস্থানের ব্যবস্থা করবো। আর নারী নির্যাতন রোধ, সন্ত্রাস মুক্ত, বেকার সমস্যা সমাধান সড়ক-ঘাটের উন্নয়নসহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়নমূলক কাজ করবো। আর বারহাট্টা উপজেলাকে একটি আধুনিক মডেল উপজেলায় রূপান্তিত করবো। এ জন্য তিনি দলীয় নেতা-কর্মীসহ দলমত নির্বিশেষে সকলের দোয়া কামনা করেছেন।বিগত সময়ে তিনি শহরে প্রধান প্রধান সড়ক সংস্করণ করেছে।তিনি বারহাট্টা উপজেলা ৭ টি ইউনিয়ন শিক্ষা প্রতিষ্ঠান,ধর্মীয় প্রতিষ্ঠান,স্কুল-কলেজ গ্রাম গঞ্জের সড়ক সংস্করণ উন্নয়ন কার্মকান্ডের সাথে লিপ্ত ছিলেন।