দেবীগঞ্জ উপজেলায় জর্জ চেয়ারম্যানের নির্বাচনী মতবিনিময় ও আলোচনা সভা

মোঃ হেকমত আলী মন্ডল, স্টাফ রিপোর্টার:
পঞ্চগড়ের দেবীগঞ্জে উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব হাসনাত জামান চৌধুরী জর্জ এর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
দেবীগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের বিভিন্ন নেতাকর্মীদের নিয়ে এ নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
দন্ডপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজগড় আলীর সভাপতিত্বে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন দেবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাত জামান চৌধুরী জর্জ।
তিনি বলেন, নির্বাচনে ৫ জন প্রার্থীর মধ্যে আপনারা প্রার্থীদের যোগ্যতা, বিচার বিশ্লেষণ, মেধা আর জান মালের হেফাজত করবে তাকে নির্বাচিত করবেন। এবার যদি উপজেলা নির্বাচনে জয়ী হতে পারি তাহলে বিগত বছরের ন্যায় এবারও উন্নয়ন করবো ইনশাআল্লাহ।
আমি বিগত ৫ বছর যখন উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলাম তখন এলাকার যথেষ্ট উন্নয়ন করেছি। বিভিন্ন রাস্তাঘাট পাকা করেছি।
চলতি ৫ বছরে দেবীগঞ্জ উপজেলার কোন উন্নয়ন হয়নি। বিগত বছরের ন্যায় আগামীতেও উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আমাকে নির্বাচিত করবেন। তিরি আরও বলেন,
আপনারা আমার পক্ষ থেকে ভোটারদের কাছে আমার সালাম জানিয়ে ভোট প্রার্থনা করবেন।
আমি ২০ বছর বয়স থেকে প্রতিনিধি হিসেবে কাজ করছি। ১৫ বছর শালডাংগা ইউনিয়ন বাসীর জন্য কাজ করেছি৷ কাজেই কিভাবে এলাকার উন্নয়ন করতে হয় আর কোন জায়গা হতে উন্নয়নের জন্য কাজ নিয়ে আসতে হয় সেটা আমার জানা আছে এটা অন্য কেউ জানেনা।
তিনি আরও বলেন, সরকার ২৪ টি দেশে ভ্রমন করার সুযোগ তৈরি করে দিয়েছেন। সরকার আমাকে বিভিন্ন পুরস্কারও প্রদান করেছে। আমার সফলতার জন্য আমি ১০ বছর সারা বাংলাদেশের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। ১০ বছর ধরে দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি।
১০টি ইউনিয়নের আওয়ামী লীগের
সকল স্তরের নেতাকর্মীরা নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে আমার জন্য
যেমন টেপ্রীগঞ্জ ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান গোলাম রহমান সরকার দেবীগঞ্জ উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি।
টেপ্রীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান আলীর মাখন।
যেমন অন্যদের মধ্যে দন্ডপাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজগড় আলী,
সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র রায়, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুভাষ চন্দ্র রায়।
দেবীগঞ্জ উপজেলা ছাত্র লীগের সভাপতি শাহিনুর রহমান।
কালীগঞ্জ সুকাতু প্রধান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন রায়।
সাবেক সিনিয়র শিক্ষক তৌহিদুল ইসলাম, দন্ডপাল কৃষক লীগের সাধারণ সম্পাদক ধরনী কান্ত রায়।
দন্ডপাল ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও দেবীগঞ্জ উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান।
বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগ, যুব মহিলালীগ, ছাত্রলীগ,স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগের নেতাকর্মীরা।
১০ইউনিয়নের ছাত্রলীগ, যুবলীগ, যুব মহিলালীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীসহ অন্য অন্য দলের নেতাকর্মী সহ সংগঠনের জনসাধারণরা সকলে মিলে নির্বাচন পরিচালনা চালাচ্ছেন।।