চৌহালী উপজেলা চেয়ারম্যান প্রার্থী তাজ উদ্দিনের নির্বাচনী উঠান বৈঠক

চৌহালী উপজেলা চেয়ারম্যান প্রার্থী তাজ উদ্দিন এর নির্বাচন উঠান বৈঠক ২৪ মে শুক্রবার বিকালে প্রথমে বেতিলচর সন্ধ্যার পর এনায়েতপুর মেহের-উন-নেছা বালিকা উচ্চবিদ্যালয় ও খামার গ্রাম শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে অনুষ্ঠিত হয়েছে।
গ্রামের সাধারণ ভোটারদের মতামত জানা ও তাদের সমস্যা চিহ্নিত করে সমাধানের উৎকৃষ্ট মাধ্যমে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌহালী উপজেলা আ’লীগের সভাপতি ও চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী তাজ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে এনায়েতপুর থানা আ’লীগের সভাপতি আহম্মদ মোস্তফা খান বাচ্চু,সিনিয়র সহ-সভাপতি রাশেদুল ইসলাম সিরাজ, সদিয়া ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জাহিদ, এনায়েতপুর থানা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আমিনুল ইসলাম আল-আমিন,
যুগ্মসাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন দালাল , সদিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি শাহাদাৎ হোসেন ও সাধারণ সম্পাদক আনসার আলী বুদ্দু, ১,৪,৫ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আনোয়ার হোসেন, আশরাফ আলী,হাই সরকার, ও সাধারণ সম্পাদক রহম আলী, সোহেল রানা, আমিনুল ইসলাম সহ দলীয় অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ও দোয়াত কলম প্রতীকের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা আগামী ২৯ মে উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত কলম প্রতীক বিজয়ের লক্ষ্যে কাজ করার আহবান জানান।