নোয়াখালীতে পূর্ণ নির্মাণ হচ্ছে হযরত শিবপুরী (রঃ) কারুকার্য শোভিত মাজার শরীফ

নোয়াখালী সদর উপজেলার খলিফার হাট ঐতিহ্যবাহী শিবপুর দরবার শরীফে শতাব্দীর অন্যতম আধ্যাত্মিক মহা সাধক, শাহেনশাহে বেলায়েত মাওলানা শাহ আবদুল আজিজ হক শিবপুরী (রঃ) পবিত্র মাজার শরীফ কারুকার্য শোভিত নকশায়
পূর্ণ নির্মাণ হচ্ছে। শিবপুর মাজার শরীফ প্রায় ৮৪ বছর পূর্বে নির্মিত হয়েছে। (তথ্যসুত্রঃ আল সূফী বার্তা) তখন এত প্রযুক্তি বিদ্যা না থাকলেও মাজার শরিফ নির্মানে কারুকার্য শোভিত সৌন্দর্য তুলে ধরা হয়েছে। শত বছরের মাজার শরীফ ভেঙ্গে দৃষ্টিনন্দিত মাজার শরীফ পূর্ণ নির্মাণ প্রয়োজন দেখা দেয়। যুগের চাহিদা অনুযায়ী হযরত হক শিবপুরি কেবলার আশেক ভক্তের আন্তরিক প্রচেষ্টায় মাজার শরীফ পুনর্নির্মাণের কাজ শুরু হয়েছে।
আল সূফী বার্তা সম্পাদক সাংবাদিক রাসেদ বিল্লাহ চিশতী বলেন, মাজার শরিফের নির্মাণ প্রশ্নে মাজার শরিফ এলাকার বাসিন্দারা ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছেন।
আল্লার অলিগণের মাজার শরিফ দ্বীনি পরিচয়ের একটি অংশ। সেই পরিচয়কে আগামী প্রজন্ম যাতে ধারণ করে রাখতে পারে যেন সংকটে পড়তে না হয়। সেজন্য সকল ভক্তবৃন্দ মহান অলির মাজার শরীফ নির্মাণে এগিয়ে আসবেন। গত ২৬ এপ্রিল ঢাকা থেকে চ্যানেল আইসহ বিভিন্ন ইলেকট্রিক মিডিয়া ড্রোন ক্যামেরা দিয়ে মাজার শরিফ নির্মানের পূর্নাঙ্গ ভিডিও চিত্র ধারণ করে নেয়া হয়েছে।