রাউজানের কৃতি সন্তান হাটহাজারী ইদ্রিস ও আব্দুল আলী টাওয়ার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত

রাউজান নোয়াজিষপুরের কৃতি সন্তান হাটহাজারী ফ্রেন্ডস টেলিকম এর স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠক মোহাম্মদ জসিম উদ্দিন হাটহাজারী শপিং সেন্টার ইদ্রিস ও আব্দুল আলী টাওয়ার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ৬ই জুন রাত আটটায় অনুষ্ঠিত নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর তিন ভোটের ব্যবধানে তার নিকটবর্তী প্রতিদন্দ্বীকে হারিয়ে বিজয়ী হন। মোট ভোটার সংখ্যা ৮৫ এর মধ্যে তার নিকটবর্তী প্রার্থী পাই ৪১ ভোট, আর জসিম উদ্দিন মোবাইল প্রতিক নিয়ে ৪৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। এর আগে তিনি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। এছাড়াও তিনি রাউজান সহ উত্তর চট্টগ্রামের বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের সাথে জড়িত রয়েছে। তার মধ্যে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ মানবাধিকার সংগঠন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন রাউজান উপজেলা কমিটির সহ সাংগঠনিক সম্পাদক পদে থেকে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে আসছে। রাউজানের অন্যতম স্বেচ্ছাসেবী যুব রক্তদাতা সংগঠন রাউজান ব্লাড ডোনার্সেও মানবিক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছেন।তিনি বলেন প্রবীনদের অভিজ্ঞতায় নবীনদের শক্তি ও উদ্যম নিয়েই ছোট ছোট স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে সর্ব সমন্বয়ে পরিকল্পিত ও পরিচ্ছন্ন বাণিজ্যিক কেন্দ্র গড়ে তুলতে চাই। পরিশেষে এই সমিতির উত্তরোত্তর উন্নয়ন ও সর্বাঙ্গীন সফলতা কামনা করছি এবং সংশ্লিষ্ট সকলরে প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।