সুষ্ঠু দেশ ও জাতি গঠনে সু-শিক্ষার বিকল্প নেই- কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় ফজলে করিম চৌধুরী

রাউজানের স্বনামধন্য প্রাচীন বিদ্যাপীঠ রাউজান ব্যারিস্টার সুরেশ বিদ্যায়তন এস এস সি-২০২৪ পরীক্ষায় শতভাগ সাফল্য অর্জন করায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, বার্ষিক পুরস্কার বিতরণী সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১০জুন সোমবার দুপুরে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে আয়োজিয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এম.পি।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ রিদুয়ানুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক রনজিৎ কুমার দে,
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ হোসেন।সংগঠক আরফানুল ইসলাম আবিরের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষ্ণু কুমার চৌধুরী।
সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রহমান চৌধুরী, পৌরসভার কাউন্সিলর এডভোকেট সমীর দাশগুপ্ত, এডভোকেট দিলিপ কুমার চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী, আওয়ামীলীগ নেতা হারুনুর রশিদ চৌধুরী টিপু, সৈয়দ হোসেন কোম্পানি, নুরুল আলম রহিম সহ শিক্ষকবৃন্দ, অভিভাবক মন্ডলী, বিদ্যালয়ের প্রাক্তন ও বতর্মান শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানের প্রধান অতিথি রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এম.পি মহোদয়ের হাত থেকে এস.এস.সি পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা ও বঙ্গবন্ধুর অসামপ্ত আত্নজীবনী উপহার গ্রহণ করেন।