বগুড়ার গোকুল চাঁদমুহা সরলপুর উচ্চ বিদ্যালয় ও দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

উৎসব মুখর পরিবেশে বগুড়া সদরের গোকুল ইউনিয়নের চাঁদমুহা সরলপুর উচ্চ বিদ্যালয় ও দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।
শনিবার (১৫ জুন) সদর উপজেলা প্রশাসনের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে অভিভাবকদের স্বতঃস্ফূর্ত প্রত্যক্ষ ভোটদানের মধ্যদিয়ে সকাল ১০টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকেল ৪ টা পর্যন্ত। চাঁদমুহা সরলপুর দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৮৭ জন।
এর মধ্যে সাধারণ সদস্য পদে হারুনুর রশীদ ১৪৬ ভোট পেয়ে প্রথম স্থান অর্জন, নুর আলম ১৩৮ ভোট পেয়ে দ্বিতীয় স্থান, সৈয়দ আনোয়ার হোসেন ১৩৬ ভোট পেয়ে তৃতীয় স্থান ও মিজানুর রহমান (ছালাম) ১৩২ ভোট পেয়ে চতুর্থ স্থান অর্জন করেন। এছাড়াও সংরক্ষিত মহিলা সদস্য আক্তারা বেগম ১৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
অপরদিকে চাঁদমুহা সরলপুর উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৪১ জন।
এর মধ্যে মেহেদী হাসান (বাবু) ২১২ ভোট পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন, ইউনুস আলী ২০৯ ভোট পেয়ে দ্বিতীয় স্থান, সাইফুল ইসলাম ২০৭ ভোট পেয়ে তৃতীয় স্থান ও মোজাম্মেল হক মোল্লা ২০১ ভোট পেয়ে চতুর্থ স্থান অর্জন করেছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংরক্ষিত মহিলা সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, ফাহিমা বেগম। বিকাল ৫টায় ভোট গণনা শেষে প্রথমে চাঁদমুহা সরলপুর দাখিল মাদ্রাসায় ভোটের ফলাফল ঘোষণা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসার নাজিয়া শামস।
একই ভাবে বিকাল সাড়ে ৫টায় সরলপুর উচ্চ বিদ্যালয়ের ভোটের ফলাফল ঘোষণা করেন, উপজেলা সমাজ সেবা অফিসার ও প্রিজাইডিং অফিসার আব্দুল মোমিন।
এদিকে সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে নিজেদের পছন্দের প্রর্থীদের ভোট দিয়েছেন ভোটররা। শান্তিপূর্ন ও উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনকে ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে নির্বাচন কেন্দ্রে এসআই জাহিদের নেতৃত্বে চাঁদমুহা সরলপুর দাখিল মাদ্রাসা ও এসআই রাসেলের নেতৃত্বে চাঁদমুহা সরলপুর উচ্চ বিদ্যালয়ে পুলিশ বাহিনীর সদস্য ও গ্রাম পুলিশ সার্বক্ষণিক কেন্দ্র সুরক্ষায় উপস্থিত ছিলেন। কেন্দ্র পরিদর্শন করেন গোকুল ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, সাবেক চেয়ারম্যান এ্যাডঃ সোলায়মান আলী,হবিবুর রহমান,ইউপি সদস্য বজলুর রহমান,শামিম আহম্মেদ,সাবেক ইউপি সদস্য হবিবর রহমান, জেলা যুবলীগ সদস্য শহিদুল ইসলাম, আওয়ামীলীগ নেতা লুৎফর রহমান টুকু, রেজাউল করিম, আব্দুর রহমান, যুবলীগ নেতা আইয়ুব হোসেন, বাদশা মিয়া, স্বেচ্ছাসেবক লীগ নেতা হাসান আলী, রনতোষ।
এছাড়াও উপস্থিত ছিলেন, সদর উপজেলা ছাত্রলীগ নেতা কাজল হোসেন, জাহিদ হাসান আকরামিন, আব্দুল মজিদ, আতিক রহমান, সিহাব হাসান, গোলাম মোস্তফা প্রমূখ।