নারায়ণগঞ্জ শহরের মন্ডলপাড়া এলাকায় সন্ত্রাসীদের হামলার নাছির ২২ নামের এক যুবক নিহত

নারায়ণগঞ্জ নগরীর বঙ্গবন্ধু সড়কের মন্ডলপাড়ার মোবারক শাহ্ এর মাজারের সামনে নাসির (২২) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুবৃত্তরা।
গতকাল মঙ্গলবার (২৫ জুন) রাত আটটার দিকে এ ঘটনা ঘটে।
সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় সেখানকার ‘মা হোটেল’ থেকে এক সাথে খেয়ে বের হয়েই কয়েক যুবক তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
নিহতের ভাই আল আমিন জানায়, তাদের নিজস্ব হোসিয়ারী আছে। তার ভাই নাসির তার হোসিয়ারিতেই কাজ করতো। সন্ধায় সে গেঞ্জি কেনার জন্য মন্ডলপাড়া এলাকায় আসে। এসময় আলম, শহীদ ডোমের ছেলে ম্যঙ্গোসহ কয়েকজন মিলে তার ভাইকে কুপিয়ে হত্যা করে।
এ ব্যাপারে নিহতের মা সাজেদা জানান, নিহতের বাবার নাম বাবুল হোসেন। শহরতলীর ফতুল্লা থানার কাশিপুর ফরাজিকান্দা এলাকায় তারা ভাড়া থাকে। তাদের গ্রামের বাড়ি চাঁদপুরে। চার ভাইয়ের মধ্যে নিহত নাসির ছিলো তৃতীয়। আলম নাসিরকে আগে থেকেই হুমকি দিচ্ছিলো। তবে তাদের মধ্যে কি নিয়ে বিরোধ তা তিনি পরিস্কার না।
উল্লেখ্য আলম ও ম্যঙ্গোর বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগে সদর ও ফতুল্লা থানায় একাধিক মামলা রয়েছে।
এ ব্যাপারে সদর থানার ওসি শাহাদাত হোসেন জানান, কি নিয়ে ঘটনা আমরা তদন্ত করে দেখছি। পরে বিস্তারিত বলতে পারবো। নিহতের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।