শায়েস্তাগঞ্জে ট্রাক চাপায় এক পুলিশ কনস্টেবল নিহত!

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় রবিউল ইসলাম নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালক ও সহযোগীসহ তিনজনকে আটক করা হয়েছে। বুধবার (২৬ জুন) সকালে শায়েস্তাগঞ্জ থানার ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকাগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-২০-৪৬৬৭) চেকপাস্ট অমান্য করে সড়কে দাড়িয়ে থাকা পুলিশ কনস্টেবল রবিউল হক (২৫) কে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলে মারা যান।
নিহত রবিউল হক চট্টগামের ফটিকছড়ি উপজেলার আলমপুর গ্রামের ছায়দুল হকের ছেলে।নিহত রবিউল ইসলাম শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় কর্মরত ছিলেন।
আটক তিনজন হলেন,চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চাকপাড়া গ্রামের মাজেদ মিয়ার ছেলে কামাল (৫২), একই এলাকার নুরুল ইসলামের ছেলে রমজান (১৮) ও মনিরুল ইসলাম (২৬) কে আটক করা হয়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি বদরুল আলম নিহত বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে সিলেট থেকে ঢাকাগামী একটি ট্রাক মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার থানার পাশে দাঁড়িয়ে থাকা পুলিশ কনস্টেবল রবিউলকে চাপা দেয় এতে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় ট্রাকচালক ও সহযোগীসহ তিনজনকে আটক করা হয়েছে। আটকদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।