সখিপুরে পছন্দের ছেলের সাথে বিয়ে না হওয়ায় স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা

টাঙ্গাইলের সখীপুরে পছন্দের ছেলের সঙ্গে বিয়ে না হওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন শারমিন নামে এক স্কুল ছাত্রী। সে ছোট মৌশা আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। শারমিন উপজেলার মৌশা গ্রামের ফল ব্যবসায়ী শাহিনের মেয়ে।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, স্কুলে পড়ার সময়ে স্থানীয় এক যুবকের সঙ্গে প্রেম হয় শারমিনের। এদিকে বাবা-মা মেয়ের ইচ্ছার বিরুদ্ধে অন্যত্র এলাকার ছেলের সাথে আংটি পরিয়ে বিয়ে ঠিক করেন। এই বিষয় নিয়ে ওই মেয়ে ও তার মায়ের সঙ্গে কথা কাটাকাটি হয়। পরে অভিমানে শনিবার বিকেল পাঁচটায় নিজ ঘরে আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। পরিবারের অন্য সদস্যরা শারমিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য মোঃ নজরুল ইসলাম বলেন, ওই স্কুল ছাত্রীর মৃত্যুর খবর পেয়েছি। এখনো ঘটনাস্থলে যাওয়া হয়নি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত ডা. প্রমিতা বলেন, গলায় আঘাতের চিহ্ন পাওয়ায় প্রাথমিকভাবে অপমৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শাহিনুর রহমান বলেন, নিহতের লাশ থানায় আনা হয়েছে। মৃত্যুর রহস্য উন্মোচন করতে লাশ মর্গে পাঠানো প্রক্রিয়াধীন