আক্কেলপুরে জামায়াতে ইসলামীর আর্থিক সহায়তা প্রদান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কারফিউ চলাকালে আইন শৃঙ্খলাবাহিনীর গুলিতে গাজীপুর বড়বাড়ি জয়বাংলা সড়কে নিহত গার্মেন্টস কর্মী জয়পুরহাটের আক্কেলপুরের মিনহাজের পরিবারকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
বুধবার (২১আগস্ট) বিকাল ৪ টায় উপজেলা সোনামুখী ইউনিয়নের রামশালা গ্রামের নিহত মিনহাজুল ইসলামের কবর জিয়ারত করে । নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাঁর পরিবারকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমানের পক্ষে নিহত মিনহাজের মায়ের হাতে নগদ এক লক্ষ টাকা অর্থ সহায়তা তুলে দেন কেন্দ্রীয় মজলিশে সূরা সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ডা. ফজলুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া, জেলা প্রচার সেক্রেটারি এসএম রাদেশদুল আলম সবুজ, আক্কেলপুর উপজেলা জামায়াতের আমীর শফিউল হাসান দিপু, উপজেলা জামায়াতের সেক্রেটারি সাখাওয়াত হোসেন সুইট, বাইতুলমাল সেক্রেটারি হাবিবুর রহমান, আক্কেলপুর পৌর জামায়াতের আমীর মোস্তাফিজুর রহমান, পৌর জামায়াতের সেক্রেটারি রিপন হোসেন, রুকিন্দীপুর ইউনিয়ন জামায়াতের আমির রেজাউল করিম, গোপীনাথপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ ওয়ালিউল্লাহ প্রমুখ।
অর্থ সহায়তা শেষে জামায়াতের নেতারা বলেন, আমাদের কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান দেশব্যাপী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তার পক্ষ থেকে নিহতের পরিবারের কাছে নগদ অর্থ প্রদান করা হয়েছে। আমরা এই পরিবারের পাশে আছি।