চাকুরী জাতীয় করণের ১ দফা দাবিতে জয়পুরহাটে নকল নবীশের কর্ম বিরতি

আবু সাঈদ, মুগ্ধের বাংলায় বৈষম্যের ঠাই নাই এই শ্লোগানকে সামনে রেখে। সাব রেজিস্ট্রী অফিসের বৈষম্যের স্বীকার নকল নবীশদের চাকুরী জাতীয় করণের ১ দফা দাবিতে জয়পুরহাটে কর্ম বিরতি পালন করছেন নকল নবিশ এসোসিয়েশন।
রবিবার (২৫ আগস্ট) দুপুরে জয়পুরহাট সদর সাব রেজিস্ট্রী অফিসের সামনে এ কর্মবিরতি পালন করেন তারা।
এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবীশ) এসোসিয়েশন জেলা শাখার সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক রেজুয়ান হোসেন, সদর শাখার সভাপতি খন্দকার জাবেরুজ্জামান রাজিব ও সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন রিপনসহ অন্যান্যরা।
এসময় তারা বলেন, নিবন্ধন অধিদপ্তরের আওতাধীন সব জেলা মহাফেজ খানাসহ ৫১৬টি সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত নিবন্ধনের জন্য নেওয়া দলিলগুলো অবিন্যাস যোগ্য স্থায়ী বালাম বইতে সঠিক ও নির্ভুলভাবে লিপিবদ্ধ করা ও সরকারি বিভিন্ন সংস্থাসহ জনগণের চাহিদা মোতাবেক অবিকল নকল সরবরাহের কাজে রাজস্ব আদায়ের জন্য প্রায় ১৬ হাজার নকল নবিস কাজ করে আসছে। তবু স্থায়ী রেকর্ড লিপিবদ্ধ করেও আমরা অস্থায়ী। বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, শিক্ষা সহায়ক ভাতা, তিনটি মৌলিক অধিকার এবং পবিত্র ঈদ বোনাস, ভিন্ন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব ভাতাসহ সরকারি যাবতীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। নারী নকল নবিসরা বিনা পারিশ্রমিকে মাতৃত্বকালীন ছুটি ভোগ করেন। নকল নবিস পদটি সৃষ্টির পর থেকে আমরা বিভিন্ন সময়ে চাকরি স্থায়ীকরণের দাবি করে আসছি।