আক্কেলপুরে মাছের পোনা অবমুক্তকরণ.

জয়পুরহাট আক্কেলপুরে রুই-কাতলা-মৃগেল সহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
আজ বুধবার (২৮ আগষ্ট)সকাল ১০ টায় উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ পুকুরে পোনা অবমুক্ত করণের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা মৎস্য অফিসার জি এম সেলিম।
উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য অফিসার অফিসার (অ: দ)কামরুজ্জামান, উপজেলা মৎস্য সম্প্রাসারণ কর্মকর্তা মোশফিকুর রহমান, মৎস্য অফিস সহকারী হাসান এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
আলোচনা সভার প্রধান অতিথি জেলা মৎস্য অফিসার জি.এম সেলিম বলেন, আক্কেলপুরে খাল ও জলাশয় জবরদখলমুক্ত করে মাছ চাষের আওতায় আনা ও মাছের চাহিদা পূরণ করার জন্য মৎস্য চাষিদের প্রতি আহ্বান জানান।
বক্তারা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হাট-বাজার, বিভিন্ন খাল-বিল, জলাশয়ে অবৈধ কারেন্ট জাল আটক করার আহ্বান জানায়। তারা বলেন, দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ এখন বিলুপ্তির পথে। এক্ষেত্রে বিদেশি মাছ বর্জন করে দেশীয় রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে মাছের চাহিদা পূরণ করার জন্য মৎস্য চাষিদের আহ্বান জানান তারা। এ সময় নির্বাচিত বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুরে বিভিন্ন পোনা বিতরণ করা হয়।