এনায়েতপুরে জামায়াতে ইসলামী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা

সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে মঙ্গলবার (৪ সেপ্টেম্বর ) বিকাল ৪ টায় এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রাঙ্গনে বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনায়েতপুর থানা শাখা’র উদ্যোগে চলমান প্রেক্ষাপটে আইন-শৃঙ্খলা রক্ষা, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণ ও আহতদের দ্রত আরোগ্য কামনায় এক আলোচনা সভা ও দো’য়া অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন এনায়েতপুর থানার আমীর ডা. মাও.সেলিম রেজা। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন এনায়েতপুর থানা সেক্রেটারী ডা.মোফাজ্জল হোসাইন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা রফিকুল ইসলাম খান। তিনি বলেন একটি সুখী-সমৃদ্ধ,বাসযোগ্য সুন্দর বাংলাদেশ গড়তে আমাদের সবাইকে ঐক্যবব্ধভাবে কাজ করতে হবে। তিনি, ইনসাফ ভিত্তিক, একটি বৈষম্যহীণ ও শোষণমুক্ত বাংলাদেশ গড়তে সকল দেশ প্রেমিক নাগরিকদেরকে জামায়াতের হাতকে শক্তিশালী করার উদাত্ত আহবান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী, কেন্দ্রীয় মজলিশে শু’রা সদস্য, সিরাজগঞ্জ জেলা আমীর অধ্যক্ষ মাও.শাহীনূর আলম। সমাবেশে আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিশে শু’রা সদস্য, জেলা নায়েবে আমীর মো. আলী আলম, জেলা নায়েবে আমীর মাও. আব্দুস সালাম, জেলা সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম, বেলকুচি উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেল প্রমুখ বক্তব্য রাখেন।
সমাবেশে ৫টি প্রস্তবনা পেশ ও সর্বসম্মতিক্রমে গৃহিত হয়। ১.এনায়েতপুর থানাকে উপজেলা ঘোষণা,২.যমুনা নদীর ভাঙ্গণ রোধ ও ব্রাহ্মণগ্রাম থেকে পাঁচিল পর্যন্ত টেকসই বাঁধ নির্মাণ,৩.পূর্বের ন্যায় চৌহালী ও শাহজাদপুর উপজেলার পূর্বাঞ্চল নিয়ে সিরাজগঞ্জ-৬ সংসদীয় আসন পূর্নবহাল, ৪.শহীদ পরিবারের সদস্যদের কর্মসংস্থান সৃষ্টির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ৫.আন্দোলনে আহত ও পঙ্গুত্ব বরণকারীদের যথাযথ পুর্নবাসন করার ।
পরিশেষে শহীদদের শাহাদাৎ কবুলিয়াতের জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দো’য়া পরিচালনা করেন।