ভূরুঙ্গামারীতে ফাঁসিতে ঝুলে মারা গেলেন ব্রাহ্মণবাড়িয়ার শরীফ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুই শিশু সন্তান রেখে না ফেরার দেশে চলে গেলেন ব্রাহ্মনবাড়িয়া জেলার সারাইল থানার কুট্টাপারা গ্রামের মৃত আবু সাইদ চুন্নু মিয়ার ছেলে শরিফ আহমেদ (৪০) ।
জানা যায়, কাজের সুবাদে ঢাকায় থাকতো শরীফ সেখানেই পরিচয় হয় নাগেশ্বরী উপজেলার রামখান ইউনিয়নের আজমাথা মাদারীকুটি গ্রামের মোঃ জহুরুল হকের মেয়ে রীনা আক্তার এর সাথে। তাদের দুজনের বিয়ে হয় ২০১৬ সালে । আট বছরের বৈবাহিক জীবনে তাদের রয়েছে দুটি পুত্র সন্তান।
তার স্ত্রীর সূত্রে জানা যায়, দুই বছর থেকে তারা দুজন ভূরুঙ্গামারী সদরে বাসা ভাড়া করে থাকত। প্রায় দশ মাস থেকে নগদ কোম্পানিতে টিএমআর হিসেবে চাকরি করতো শরিফ। অভাব অনটনের সংসারে যোগান দিতে স্ত্রীও কাজ করতো উপজেলা সদরে অবস্থিত শারাফাত ডায়াগনস্টিক সেন্টারে।
বুধবার (৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯ টার সময় তার সহধর্মনী কাজ শেষে বাসায় এসে দেখে শরিফ ফাঁসিতে ঝুলে আছে। তার স্ত্রী তাকে ঝুলন্ত অবস্থায় দেখে নগদ কোম্পানির ভূরুঙ্গামারীর সুপারভাইজার ফরিদুল ইসলাম এবং ডিএসও হারুনুর রশিদ সুমনকে ফোন দিয়ে তাদের বাসায় আসতে বলে । তারা এসে শরীফ কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায় । সেখানের কর্তব্যরত ডাক্তার আবু সাজ্জাদ মোঃ সায়েম তাকে মৃত ঘোষণা করে।
ভূরুঙ্গামারী থানা অফিসার্স ইনচার্জ রুহুল আমিন বলেন, ,এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ আমাকে ফোন দিলে আমি আমার টিম নিয়ে রাতেই হাসপাতালে গিয়ে লাশটি থানায় নিয়ে আসি এবং নিহতের নিজ থানায় যোগাযোগ করে তার ভাইয়ের সাথে কথা বলি। তাদের কোন অভিযোগ না থাকায় ইউডি মামলা দায়ের করে আজ (বৃহস্পতিবার) লাশ তার বড় ভাই জাকারিয়া আলম এর কাছে হস্তান্তর করা হয়েছে।