তজুমদ্দিনে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে

তজুমদ্দিনে ইসলামী আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলর শাখার আয়োজনে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১১সেপ্টেম্বর বিকাল ৩ঘটিকার সময় উপজেলার শশীগঞ্জ মধ্যবাজার চত্বরে এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশে তজুমদ্দিন উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব হারুনুর রশিদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ওবায়েদ বিন মোস্তফা।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ওবায়েদ বিন মোস্তফা বলেন, আমরা একনাগাড়ে দীর্ঘ ১৬ বছর পর এক যারে আমি স্বৈরাচারী দুর্নীতিবাজ সরকার থেকে মুক্তি পেয়েছি। এই স্বৈরাচার ফ্যাসিবাদ সরকারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে আপনারা জানেন যে মুখ্য ভূমিকা পালন করেছেন এবং ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার ১৪৪ ধারা কারফিউ ভঙ্গ করে গণভবনে হাজার হাজার লোককে নিয়ে গণভবন দখল করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ মুফতি মাওলানা ফয়জুল করিম শায়েখে চরমোনাই।
আর এখন আরেকটি দল তাদেরকে সরকার ভেবে এই অন্তর্বর্তীকালের সরকারের অধীনে এসো ও লুটপাট চাঁদাবাজি দুর্নীতি করিতেছে। এক স্বৈরাচারকে আমরা এই বাংলাদেশ থেকে বিতাড়িত করে আরেক স্বৈরাচারকে এই বাংলাদেশের ক্ষমতায় আমরা দেখতে চাই না। তাই আমাদের এখন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে যে কোন স্বৈরাচারের বিরুদ্ধে সোচ্চার হতেই হবে।
উক্ত গণসমাবেশে বক্তরা বলেন, এ সরকারকে আমরা বিতাড়িত করতে অনেক কষ্ট করেছি। আর এখন আরেকটি দল নিজেদেরকে মিনি সরকার হিসেবে ঘোষণা দিয়ে যেখানেই বাড়ছে সেখানেই লুটপাট, দুর্নীতি, চাঁদাবাজি দখলদারিত্ব করিতেছে। আমরা এটা কখনোই এই বাংলার মুসলমানরা মেনে নিব না যেখানেই এই আরেক স্বৈরাচার এভাবেই অন্যায় করে যাবে আমরা তাদের এই বাংলাদেশ থেকে বিতাড়িত করবোই করব। আমি বাংলার জমিনে আর কোন আমরা স্বৈরাচার সরকার, মানব রচিত আইন ও সংবিধান দেখতে চাই না।
আপনারা এই বাংলাদেশের ৫৩ বছরে জীবনে অনেক সরকারকে বাংলাদেশকে শাসন করতে দেখেছেন। কিন্তু এই ৫৩ বছরেই একবারের জন্যও ইসলামী আইন এবং ইসলামী সংবিধানের শাসন দেখেননি। তাই আগামীর রাষ্ট্র হবে ইসলামী রাষ্ট্র, আগামীর রাষ্ট্র হবে হাতপাখার রাষ্ট্র,আগামীর রাষ্ট্র হবে ইসলামী আন্দোলন বাংলাদেশের রাষ্ট্র। আপনারা সবাই ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে ঐক্যবদ্ধ হয়ে ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য কাজ করে যাবেন।
উক্ত গণসমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক মাওলানা ইউসুফ সাহেব,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণ শাখার সাবেক সহ-সভাপতি আলহাজ্ব হজরত মাওলানা হাফেজ মোসলেহ উদ্দিন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক ও তজুমদ্দিন উপজেলা শাখার উপদেষ্টা হজরত মাওলানা নজিবুল্লাহ সরকার,
ইসলামী আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা শাখার সাবেক সহ-সভাপতি হজরত মাওলানা মোসলেহ উদ্দিন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মাওলানা শোয়াইব আহমেদ ফরিদ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ তজুমদ্দিন উপজেলা শাখার আহ্বায়ক মাওলানা মুফতি জাফর আহমদ,ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা শাখার সভাপতি হাফেজ মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক,ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা শাখার তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং ভারপ্রাপ্ত অর্থ সম্পাদক এইচ এম হাছনাইন, সভাপতি রাসেল আহমেদ,সাধারণ সম্পাদক নাসির উদ্দিন,ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা শাখার আহ্বায়ক হোসাইন আহমেদ, জাতীয় শিক্ষক ফোরাম তজুমদ্দিন উপজেলা শাখার আহ্বায়ক আবু সাঈদ,বাংলাদেশ মুজাহিদ কমিটি তজুমদ্দিন উপজেলা শাখার সভাপতি মাওলানা আবুল কাশেমসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা শাখার আয়োজনে গণসমাবেশে উপজেলার বিভিন্ন,ইউনিয়ন এলাকা থেকে মিছিল নিয়ে হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।
উক্ত গণসমাবেশটি দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।