চিলাহাটি গার্লস স্কুল এন্ড কলেজের ক্যান্টিন বন্ধ থাকায় ছাত্রীদের বিক্ষোভ

নীলফামারী জেলার চিলাহাটি গার্লস স্কুল এন্ড কলেজের প্রায় এক হাজার ছাত্রীদের মধ্যে বেশির ভাগ ছাত্রীর টিফিনের জন্য স্কুল সিমানার বাইরে ছোট খাটো হোটেলে যেতে হয় তাতে করে নানা ধরনের বিরম্বনার শিকার সহ বহিরাগত ছেলেরা মাঝে মধ্যে নানা রকম টনটিং করেন এসব অভিযোগের কথা অধ্যক্ষ মহোদয় আমলে নিয়ে স্কুল সিমানার মধ্যে দরপত্রের মাধ্যমে একটি স্বাস্থ্য সম্মত খাবারের ক্যান্টিন পরিচালনা করার সিদ্ধান্ত নেয় পরবর্তীতে বাস্তবায়ন করে বেশ কিছুদিন ধরে একটি মানসম্মত ক্যান্টিন পরিচালনা হয়ে আসছে সেখানে ছাত্রীরা সূলভ মূল্যে স্বাস্থ সম্মত খাবার খেতে পেরে তৃপ্তি বোধ করছে।
অপরদিকে পার্শ্ববর্তী প্রতিষ্ঠান চিলাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও স্থানীয় কিছু সুধীজন অভিযোগ করেছেন যে এই ক্যান্টিনটি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশুদের ক্লাসরুমে নানা রকম অসুবিধার সৃষ্টি করছে মর্মে প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক গণ চিলাহাটি গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বরাবর ক্যান্টিন বন্দের একখানা অভিযোগ পত্র প্রদান করেন গত ৫ই সেপ্টেম্বর এবং বাইরে থেকে উটকো আওয়াজ ভাসে ক্যান্টিন বন্ধ না করলে ভেংগে চুরে গুরমার করা হবে সে কারনে অধ্যক্ষ মহোদয় গত ১০ই সেপ্টেম্বর থেকে ক্যান্টিন বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন ও বন্দ করে দেন
বর্তমানে ক্যান্টিন বন্ধ হওয়ায় সেই দুর দুরান্ত থেকে স্কুলে আসা ছাত্রীদের টিফিন খাবারের বেশ অসুবিধা সৃষ্টি সহ আবারও বিরম্বনা না খেয়ে থাকা সে কারনে ছাত্রীরা ক্যান্টিন চালু রাখার দাবীতে ১১ই সেপ্টেম্বর স্কুল প্রাঙ্গণে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করেন অধ্যক্ষ বরাবর। ছাত্রীরা অধ্যক্ষের কক্ষে প্রতিবাদের ভাষায় দাবি করেন যে আগামী কাল যদি ক্যান্টিন চালুর ব্যবস্থা না হয় তাহলে আমরা স্কুল বর্জন ও আন্দোলনে যেতে বাধ্য হবো।
ছবি আছে