কেন্দ্রীয় নেতাদের উপর হামলা ও হত্যার প্রতিবাদে
ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী সহ কেন্দ্রীয় নেতাদের, গাড়ি বহরে গোপালগঞ্জের আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ ১৪ সেপ্টেম্বর রোজ শনিবার বিকাল ৪ ঘটিকার সময়। সারাদিনের বৈরি আবহাওয়া উপেক্ষা করে ঝালকাঠি জেলা স্বেচ্ছাসেবক দলের সদ্য সাবেক সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক আজাদুর রহমান খান এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত মিছিলটি বিএনপির জেলা কার্যলয় থেকে শুরু করে কোর্ট এরিয়া, ফায়ারসার্ভিস মোড় হয়ে প্রেসক্লাবের সামনে দিয়ে শহরের প্রধান প্রধান সড়ক অতিক্রম করে বিএনপির কার্যলয়ে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশ বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা স্বেচ্ছাসেবক দলের সদ্য সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান খান, সাবেক ২ বারের সভাপতি দীন ইসলাম মিয়া, সদ্য সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল্লাহ শহীদ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হেদায়েতুল ইসলাম সোহেল প্রমুখ।
এসময় আজাদুর রহমান খান হুশিয়ারী উচ্চারন করে বলেন। গতকাল তাদের সাংগঠনিক সফর ছিলো গোপালগঞ্জে সেখানে তার গাড়ী বহরে আওয়ামী সন্ত্রাসীরা অতর্কিত ভাবে হামলা চালায়। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সভাপতি এসএম জিলানী ভাই ও তার স্ত্রী গোপালগঞ্জ মহিলাদলের সভানেত্রী রওশন আরা রত্না সহ অসংখ্য নেতাকর্মী আহত হয়েছেন, আমাদের একজন কেন্দ্রীয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দীদার কে কুপিয়ে হত্যা করে, গোপালগঞ্জের আওয়ামী সন্ত্রাসীরা।এই হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
যতদ্রুত সম্ভব স্বৈরাচার হাসিনার গোপালগঞ্জের সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানাই। তিনি আরও বলেন গোপালগঞ্জের সন্ত্রাসীরা এর আগে বাংলাদেশ সেনাবাহিনীর উপর ও অতর্কিত হামলা চালায় এবং গাড়িতে অগ্নিসংযোগ করেন। তখন থেকে যদি প্রশাসন যথাযথ কঠোর ব্যবস্থা গ্রহন করতো তাহলে এই সন্ত্রাসী আওয়ামীরা দ্বিতীয়বার কোন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতাদের উপর এমন ন্যাক্কারজনক হামলা চালানোর মতো সাহস করতো না।
এসময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক আজাদুর রহমান খান, সাবেক সভাপতি দীন ইসলাম মিয়া, সাবেক সহ সাধারন সম্পাদক মোঃমামুন হাসান খান,ছাইদুল ইসলাম,রবিউল হাওলাদার, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ কাওসার সিকদার, সদ্য সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল্লাহ, ঝালকাঠি সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হেদায়েতুল ইসলাম সোহেল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলনেতা নাইম,শরীফ,বাবুল,বাহাদুর খান,পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ সামীম মৃধা, যুগ্ম সম্পাদক আঃ আলীম,সোহাগ ডাকুয়া,
সহ ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত গোপালগঞ্জে আওয়ামী সন্ত্রাসী কর্তৃক স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সভাপতি এস.এম জিলানী এবং তারঁ স্ত্রী গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রওশন আরা রত্না সহ অসংখ্য নেতৃবৃন্দকে হামলা করে আহত ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদারকে হত্যার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচি হিসেবে সারাদেশেই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।